কুমিল্লা বিশ্ববিদ্যালয় পেল ৫৯ কোটি ২ লাখ টাকা
লেখা ও ছবি : চৌধুরী মাসাবি
আগামী ২০২২-’২৩ অর্থবছর মানে এক বছরের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিচালন ব্যয় নির্বাহে ৫৯ কোটি ২ লাখ টাকা বরাদ্দ পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
ইউজিসির ১শ ৬২ তম পূর্ণ কমিশন সভায় তাদের বাজেটটি প্রদান ও অনুমোদন করা হয়েছে।
ইউজিসির সব সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে মোট ১০ হাজার ৪শ ৪৪ কোটি ৪ লাখ টাকার বাজেট প্রদান করা হয়েছে।
এই টাকার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন ব্যয়ের বরাদ্দ দেয়া হয়েছে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকা।
সরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে ৪০টি প্রকল্প সম্পন্ন করতে ৪ হাজার ৪শ ২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট দেওয়া হয়েছে।
ইউজিসির দেওয়া এই টাকার সঙ্গে তারা নিজেদের আয় মিলিয়ে আলাদা বাজেট তৈরি করে অনুমোদনের মাধ্যমে খরচগুলো সম্পন্ন করবেন।
ইউজিসির খরচ হিসেবে এই সভায় ৭১ কোটি ৬৭ লক্ষ টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
সভার কার্যপত্র প্রকাশ করেছেন ইউজিসি সচিব অধ্যাপক ড. ফেরদৌস জামান।
আগের অর্থবছরের “২০২১-’২২ সংশোধিত বাজেট” ও “২০২২-’২৩ অর্থ বছর মূল বাজেট” বিস্তারিত প্রকাশ করেছেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবু তাহের।
ইউজিসির বাজেট বরাদ্দ ও অনুমোদন এবং আলোচনা সভাটি পরিচালনা করেছেন অতিরিক্ত দায়িত্বে চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
ছিলেন পূর্ণকালীন সদস্য-অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, বিইউপি (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)’র উপাচার্য মেজর জেনারেল অধ্যাপক মো. মাহবুব-উল আলম, বাউবি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)’র স্কুল অব এডুকেশন ডিন অধ্যাপক সুফিয়া বেগম ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান।
ওএস।