সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম তরুণ গবেষক সম্মেলন হবে

লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ছিলেন একজন বাংলাদেশী বিশ্বখ্যাত গাণিতিক, ভৌত পদার্থবিদ এবং মহাবিশ্বতত্ববিদ। তিনি জন্মেছিলেন ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্বখ্যাত অধ্যাপক তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সদস্য ও চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)’র সিন্ডিকেটের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. জামাল। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মারা যাবার পর কেন্দ্রটি তার নামে নামকরণ করা হয়। ২০০১ সালে একুশে পদকে ভূষিত অধ্যাপক ও গবেষক তিনি।
‘জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’-এ অধ্যাপক ড. জামালের জীবদ্দশায় তার অধীনে মোট ২০ জন প্রথম শ্রেণীতে সেরা ছাত্র, ছাত্রী এম.ফিল. করেছেন। তাদের ১৯ জনই পিএইচডি। কাজগুলোও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
বিশ্ববরণ্যে অধ্যাপক, গণিতবিদ ও এই গবেষকের স্মরণে তার কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’ আয়োজন করছে।
সারা দেশের ইতিহাসেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষকদের নিয়ে প্রথম গবেষণা সম্মেলন, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তার গবেষণা কেন্দ্রে আজ ১৯ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্লাস শেষে সংবাদ সম্মেলন করেছেন তারা।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’ অয়োজক কমিটির প্রধান ও গবেষণা সম্মেলনের পরিচালক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সিইউআরএইচএস (চট্টগ্রাম ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি)’র মডারেটর ড.আদনান মান্নান তথ্যগুলো দিয়েছেন।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র সমন্বয়ক সিইউআরএইচএসের আরেক মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মইন উদ্দিন, মানব সম্পদ ও ব্যবস্থাপনার অধ্যাপক ড. আফতাব উদ্দিন, অর্থনীতির সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, অ্যাপ্লাইড কেমিস্টি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. সুমন গাঙ্গুলি ও ড. সুমন বড়ুয়া, প্রাণরসায়নের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানুল হক, উদ্ভিদবিদ্যার ড. ওমর ফারুক রাসেল, সমুদ্রবিজ্ঞানের ড. শাহনেওয়াজ চৌধুরী।
সিইউআরএইচএসের সহযোগী মডারেটর অ্যাপ্লাইড ফিজিক্সের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভীর আহমেদ।
তারা বলেছেন, ছাত্র, ছাত্রীদের সিইউআরএইচএস ২০১৯ সালে গড়ে ওঠে। উচ্চশিক্ষা ও গবেষণায় সেশন, সেমিনার, মেধাবৃত্তিক প্রতিযোগিতাগুলোর আয়োজন করে।
ড.আদনান মান্নান তার সদস্যদের নিয়ে আজ আরো জানিয়েছেন, ‘ড. জামাল নজরুল ইসলামকে স্মরণ করা ও তার মতো তরুণ গবেষক গড়ে তোলা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষকদের কাজ, পারম্পরিক মিথক্রিয়া, উন্নয়নে এই তরুণ গবেষক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন নামকরা গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা অংশ নেবেন। তাদের সবার থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একদিনের এই সম্মেলন হবে।
ড.আদনান মান্নান জানিয়েছেন, ‘এর মধ্যে চট্টগ্রাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, বিজিসি ট্রাস্ট, প্রিমিয়ার, আইআইইউসি, ইস্ট ডেল্টাসহ ঢাকা, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ, বুয়েট, ব্র্যাক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত বিভিন্ন চট্টগ্রাম ভিত্তিক কলেজ-চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসীন কলেজ ইত্যাদিসহ আইসিডিডিআরবি, সেজুতি সাহার চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ও বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নাম তালিকাভুক্ত করেছেন।’
এই সম্মেলনের প্রতিপাদ্য ‘কল্পনা ও উদভাবনের পথে আগামীর প্রজন্ম’।
গবেষকদের বিভাগগুলো হলো বা বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার এবং কমশালাগুলো হবে-পদার্থ, প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশ, কৃষি, উদ্ভিদ, স্বাস্থ্য, চিকিৎসাবিদ্যায়।
‘আমরা তরুণ গবেষকদের উৎসাহিত করেছি’, জানিয়েছেন তিনি, ‘তারা সরকারী বেসরকারী, কৃষি, চিকিৎসা ইত্যাদি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গবেষণা করছেন।’
“প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র পর্বগুলো হলো-উল্লেখযোগ্য গবেষণাকর্ম পাঠ ও প্রদর্শন, পোস্টার প্রদর্শনী, ‘থ্রি মিনিট থিসিস’, জামাল নজরুল ইসলামের ওপর প্রামাণ্যচিত্র, আলোকচিত্র ও তার লেখা এবং কাজের প্রদর্শনী, তরুণ গবেষকদের কাজের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং নামকরা বিজ্ঞান গবেষকদের সম্মাননা প্রদান।”
এই উৎসবের সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ শিক্ষা বিভাগের কৃতি অধ্যাপক ড. অলক পাল।
প্রধান নির্বাহী বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসাইন ভূঁইয়া।
তারা জানিয়েছেন, প্রধান অতিথি থাকছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হবেন চট্টগ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সানোয়ারা গ্রুপের মালিক ও চট্টগ্রামের প্রখ্যাত আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরীর বাবুর ছেলে, তরুণ রাজনীতিবিদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
‘স্পটলাইট স্পিকার’ আইইউসিএনের সাবেক কান্ট্রি ডিরেক্টর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বুয়েটের সাবেক অধ্যাপক ড. আইনুন নিশাত।
‘গেস্ট অফ অনার’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অথনীতি বিভাগের নামকরা অধ্যাপক ও একুশে পদকে ভূষিত অথনীতিবিদ ড. মইনুল ইসলাম। এরপর বক্তব্য দেবেন একই বিভাগে বিখ্যাত কবি ও সাংবাদিক এবং ফুলকি শিক্ষাকার্যক্রমের প্রতিষ্ঠাতা আবুল মোমেন।
‘অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা’ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও লেখক, সংগঠক ড. আরশাদ মোমেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের তরুণ বিশ্বখ্যাত বিজ্ঞানী এবং হু’র মেম্বার বোড ড. সেঁজুতি সাহা।
‘তরুণরা কীভাবে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ হবে?’ আলোচনাটি করবেন প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতাটির প্রতিষ্ঠাতা সম্পাদক, চাকরি দেব না চাকরি নেব কার্যক্রমের প্রধান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য ও বাংলার কৃতি অধ্যাপক ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হবেন রসায়নের নামকরা অধ্যাপক ও উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে।
আরো অংশ নেবেন এই তরুণ বিজ্ঞানীদের সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ডিন ও রসায়নের অধ্যাপক ড. নাসিম হাসান, ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার গর্ব অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের দুই মেয়ে সাদাফ সিদ্দিকী ও নার্গিস ইসলামকে আমন্ত্রণ জানিয়ে আনছে বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ড.আদনান মান্নান।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র প্রথম ও শেষ পর্বে সভাপতি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র পরিচালক এবং এই বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র পৃষ্ঠপোষক চট্টগ্রামের বিখ্যাত শিল্প গ্রুপ এ. কে. খানের প্রতিষ্ঠাতার নামে প্রবর্তিত এ. কে. খান ফাউন্ডেশন, বিদেশী কম্পানি স্টেলার, বাংলাদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), সরকারী অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, কনফিডেন্স লবণ, বাজার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, নেস ক্যাফে ও সিনমিন।
মিডিয়া পার্টনার প্রধান দৈনিক প্রথম আলো।
ওএস।

Header Ad
Header Ad

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এ নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। গত রাতেই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এ নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে।

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। একই ঘটনায় রাজধানীর বিজয় নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় সোমবার জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।

Header Ad
Header Ad

যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর ও নির্বিচার এই হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা।

একইসঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের মতে, নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনা করবেন। এতে বলা হয়েছে, “গাজায় চলমান যুদ্ধ এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসানের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতি ‘ইসরায়েলি বন্দি মুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে’।”

সংবাদপত্রটি জানিয়েছে, নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথেও দেখা করবেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড মূলত ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করেন। গত বুধবার উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির কারণে অন্যান্য দেশের সাথে ইসরায়েলের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বসতে চলেছেন নেতানিয়াহু।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী দুই দিন ধরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে তাড়াহুড়ো করে নির্ধারিত বৈঠক করবেন।

বৈঠকগুলোতে মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং জিম্মিদের বিষয়ে আলোচনা করা হবে, যাদের মধ্যে ৫৯ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। সেইসাথে ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা রয়েছে। সফরের কথা ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নেতানিয়াহু রোববার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন।

এদিকে নেতানিয়াহুর এই সফর মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা থাকলেও ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এই সফরের সময়সীমা বাড়ানো যেতে পারে। গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় কথোপকথনের পর এই সফরের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে।
টাইমস অব ইসরায়েল বলছে, স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছানোর পরেইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিমানবন্দর থেকে কাফেলা নিয়ে ব্লেয়ার হাউসের দিকে যান। সেখানে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে তার দেখা করার কথা ছিল।

আনাতোলু বলছে, ইসরায়েলের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফর এমন এক সময় এলো যখন তেল আবিব গাজা উপত্যকায় মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। ২০০৩ সালের অক্টোবর থেকে নির্বিচার হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ৫০ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।

গত সপ্তাহান্তে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে।

Header Ad
Header Ad

রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশত বাস যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- নাসিম মিজান ও জুয়েল।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুটি বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে ধাক্কা দেয়। একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

স্থানীয় লোকজন ও দমকল বিভাগের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, নিহত তিনজনের মধ্যে ২ ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ: প্রেস সচিব
দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পরিদর্শন
ফেসবুকে নির্বাচনের কথা লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক
গাজায় গণহত্যার প্রতিবাদ: ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক
যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা
বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার
এসএসএফের সাবেক ডিজি ও তার স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন