চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম তরুণ গবেষক সম্মেলন হবে
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ছিলেন একজন বাংলাদেশী বিশ্বখ্যাত গাণিতিক, ভৌত পদার্থবিদ এবং মহাবিশ্বতত্ববিদ। তিনি জন্মেছিলেন ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্বখ্যাত অধ্যাপক তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সদস্য ও চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)’র সিন্ডিকেটের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. জামাল। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মারা যাবার পর কেন্দ্রটি তার নামে নামকরণ করা হয়। ২০০১ সালে একুশে পদকে ভূষিত অধ্যাপক ও গবেষক তিনি।
‘জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’-এ অধ্যাপক ড. জামালের জীবদ্দশায় তার অধীনে মোট ২০ জন প্রথম শ্রেণীতে সেরা ছাত্র, ছাত্রী এম.ফিল. করেছেন। তাদের ১৯ জনই পিএইচডি। কাজগুলোও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
বিশ্ববরণ্যে অধ্যাপক, গণিতবিদ ও এই গবেষকের স্মরণে তার কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’ আয়োজন করছে।
সারা দেশের ইতিহাসেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষকদের নিয়ে প্রথম গবেষণা সম্মেলন, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তার গবেষণা কেন্দ্রে আজ ১৯ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্লাস শেষে সংবাদ সম্মেলন করেছেন তারা।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’ অয়োজক কমিটির প্রধান ও গবেষণা সম্মেলনের পরিচালক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সিইউআরএইচএস (চট্টগ্রাম ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি)’র মডারেটর ড.আদনান মান্নান তথ্যগুলো দিয়েছেন।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র সমন্বয়ক সিইউআরএইচএসের আরেক মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মইন উদ্দিন, মানব সম্পদ ও ব্যবস্থাপনার অধ্যাপক ড. আফতাব উদ্দিন, অর্থনীতির সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, অ্যাপ্লাইড কেমিস্টি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. সুমন গাঙ্গুলি ও ড. সুমন বড়ুয়া, প্রাণরসায়নের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানুল হক, উদ্ভিদবিদ্যার ড. ওমর ফারুক রাসেল, সমুদ্রবিজ্ঞানের ড. শাহনেওয়াজ চৌধুরী।
সিইউআরএইচএসের সহযোগী মডারেটর অ্যাপ্লাইড ফিজিক্সের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভীর আহমেদ।
তারা বলেছেন, ছাত্র, ছাত্রীদের সিইউআরএইচএস ২০১৯ সালে গড়ে ওঠে। উচ্চশিক্ষা ও গবেষণায় সেশন, সেমিনার, মেধাবৃত্তিক প্রতিযোগিতাগুলোর আয়োজন করে।
ড.আদনান মান্নান তার সদস্যদের নিয়ে আজ আরো জানিয়েছেন, ‘ড. জামাল নজরুল ইসলামকে স্মরণ করা ও তার মতো তরুণ গবেষক গড়ে তোলা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষকদের কাজ, পারম্পরিক মিথক্রিয়া, উন্নয়নে এই তরুণ গবেষক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন নামকরা গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা অংশ নেবেন। তাদের সবার থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একদিনের এই সম্মেলন হবে।
ড.আদনান মান্নান জানিয়েছেন, ‘এর মধ্যে চট্টগ্রাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, বিজিসি ট্রাস্ট, প্রিমিয়ার, আইআইইউসি, ইস্ট ডেল্টাসহ ঢাকা, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ, বুয়েট, ব্র্যাক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত বিভিন্ন চট্টগ্রাম ভিত্তিক কলেজ-চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসীন কলেজ ইত্যাদিসহ আইসিডিডিআরবি, সেজুতি সাহার চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ও বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নাম তালিকাভুক্ত করেছেন।’
এই সম্মেলনের প্রতিপাদ্য ‘কল্পনা ও উদভাবনের পথে আগামীর প্রজন্ম’।
গবেষকদের বিভাগগুলো হলো বা বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার এবং কমশালাগুলো হবে-পদার্থ, প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশ, কৃষি, উদ্ভিদ, স্বাস্থ্য, চিকিৎসাবিদ্যায়।
‘আমরা তরুণ গবেষকদের উৎসাহিত করেছি’, জানিয়েছেন তিনি, ‘তারা সরকারী বেসরকারী, কৃষি, চিকিৎসা ইত্যাদি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গবেষণা করছেন।’
“প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র পর্বগুলো হলো-উল্লেখযোগ্য গবেষণাকর্ম পাঠ ও প্রদর্শন, পোস্টার প্রদর্শনী, ‘থ্রি মিনিট থিসিস’, জামাল নজরুল ইসলামের ওপর প্রামাণ্যচিত্র, আলোকচিত্র ও তার লেখা এবং কাজের প্রদর্শনী, তরুণ গবেষকদের কাজের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং নামকরা বিজ্ঞান গবেষকদের সম্মাননা প্রদান।”
এই উৎসবের সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ শিক্ষা বিভাগের কৃতি অধ্যাপক ড. অলক পাল।
প্রধান নির্বাহী বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসাইন ভূঁইয়া।
তারা জানিয়েছেন, প্রধান অতিথি থাকছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হবেন চট্টগ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সানোয়ারা গ্রুপের মালিক ও চট্টগ্রামের প্রখ্যাত আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরীর বাবুর ছেলে, তরুণ রাজনীতিবিদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
‘স্পটলাইট স্পিকার’ আইইউসিএনের সাবেক কান্ট্রি ডিরেক্টর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বুয়েটের সাবেক অধ্যাপক ড. আইনুন নিশাত।
‘গেস্ট অফ অনার’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অথনীতি বিভাগের নামকরা অধ্যাপক ও একুশে পদকে ভূষিত অথনীতিবিদ ড. মইনুল ইসলাম। এরপর বক্তব্য দেবেন একই বিভাগে বিখ্যাত কবি ও সাংবাদিক এবং ফুলকি শিক্ষাকার্যক্রমের প্রতিষ্ঠাতা আবুল মোমেন।
‘অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা’ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও লেখক, সংগঠক ড. আরশাদ মোমেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের তরুণ বিশ্বখ্যাত বিজ্ঞানী এবং হু’র মেম্বার বোড ড. সেঁজুতি সাহা।
‘তরুণরা কীভাবে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ হবে?’ আলোচনাটি করবেন প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতাটির প্রতিষ্ঠাতা সম্পাদক, চাকরি দেব না চাকরি নেব কার্যক্রমের প্রধান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য ও বাংলার কৃতি অধ্যাপক ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হবেন রসায়নের নামকরা অধ্যাপক ও উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে।
আরো অংশ নেবেন এই তরুণ বিজ্ঞানীদের সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ডিন ও রসায়নের অধ্যাপক ড. নাসিম হাসান, ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার গর্ব অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের দুই মেয়ে সাদাফ সিদ্দিকী ও নার্গিস ইসলামকে আমন্ত্রণ জানিয়ে আনছে বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ড.আদনান মান্নান।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র প্রথম ও শেষ পর্বে সভাপতি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র পরিচালক এবং এই বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।
‘প্রথম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন ২০২২’র পৃষ্ঠপোষক চট্টগ্রামের বিখ্যাত শিল্প গ্রুপ এ. কে. খানের প্রতিষ্ঠাতার নামে প্রবর্তিত এ. কে. খান ফাউন্ডেশন, বিদেশী কম্পানি স্টেলার, বাংলাদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), সরকারী অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, কনফিডেন্স লবণ, বাজার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, নেস ক্যাফে ও সিনমিন।
মিডিয়া পার্টনার প্রধান দৈনিক প্রথম আলো।
ওএস।