আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলো
লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিখেছেন, ‘আমাদের হলগুলো ইদের ছুটিতে ছিল ১৪ মে পর্যন্ত। এই দিন থেকে বাংলাদেশের অন্যতম সরকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা ছাত্র, ছাত্রীরা মা, বাবার সঙ্গে ইদ কাটিয়ে বন্ধু, সিনিয়র, জুনিয়র ও অধ্যাপকদের নিয়ে একা থাকার দিনগুলো আবার শুরু করেছি।’
আরো লিখেছেন, ‘ঠিক দুদিন পর পুরো বিশ্ববিদ্যালয়টিই চালু হয়ে গিয়েছে। ফলে ১৬ মে থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ শুরু হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে এসে পড়েছেন ছাত্র, ছাত্রী, অধ্যাপকরা সহ সবাই। তারা লেখাপড়া ও চাকরির জীবনে ফিরে গিয়েছেন।’
চৌধুরী মাসাবি এরপর জানিয়েছেন, ‘গ্রীষ্মকালীন অবকাশযাপন, মুসলমানদের শব-ই-কদর ও শব-ই-বরাত এবং পবিত্র ইদ-উল-ফিতরের জন্য ২৬ এপ্রিল থেকে ১২ মে টানা ১০ দিনের ছুটিতে চলে গিয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয়। তবে প্রশাসনিকভাবে কাজ সেরে দুদিন পর পুরো ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিন থেকে হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।’
‘১৩ ও ১৪ মে সরকারী সাপ্তাহিক বন্ধ এবং ১৫ মে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূণিমা উপলক্ষে তিনদিনের অতিরিক্ত ছুটি ভোগ করেছেন সবাই।’
‘এখন থেকে ক্লাস ও নিয়মিত পরীক্ষা এবং নম্বরের ও জ্ঞানার্জনের জীবনে ফিরে গেলাম সবাই।’
তাকে এই তথ্যগুলো প্রদান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম ও ডেপুটি-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান।
ওএস।