বেরোবিতে অধ্যাপক আকতারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী
লেখা ও ছবি : ইভান চৌধুরী, প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে প্রতিষ্ঠিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের সহকারী অধ্যাপক আকতারুল ইসলামের প্রথম মৃত্যুবাষিকী পালন করেছে তার বিশ্ববিদ্যালয়।
গত বছর ক্যাম্পাসের ইদের ছুটি গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে গিয়েছিলেন তিনি। তবে ইদের দিনই ১৪ মে দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভেলাতৈড় গ্রামের বাড়িতে মারা গিয়েছেন।
শনিবার ১৪ মে বাদ মাগরিব বেরোবি কেন্দ্রীয় মসজিদে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
পরিচালনা করেছেন মুয়াজ্জিন মাওলানা মো. আলমগীর বাদশা।
ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের সহকারী অধ্যাপক আকতারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে অংশ নিয়েছেন বেরোবি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরীফুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান আসাদুজ্জামান মন্ডল আসাদ, গণিতের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক হান্নান মিয়া, মার্কেটিংয়ের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল ইসলাম, তার ইতিহাস ও প্রত্নতত্বের প্রভাষক সোহাগ আলী ও ম্যানেজমেন্ট ইনফরেশন সিস্টেমসের প্রভাষক রাকিবুল ইসলাম।
প্রিয় অধ্যাপককে হারানো ইতিহাস ও প্রত্নতত্বের প্রচুর ছাত্র, ছাত্রী তার প্রথম মৃত্যুবার্ষিকীতে অংশ নিয়েছেন।
বিভিন্ন বিভাগের ছাত্র, ছাত্রীরা এই শোকানুষ্ঠানে এসেছেন।
ওএস।