সাস্টের ‘চাইনিজ কর্ণার’
লেখা ও ছবি : নুরুল ইসলাম রুদ্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের প্রথম সরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট’র মিনি অডিটোরিয়ামটিতে ‘চাইনিজ কণার’ স্থাপন করা হয়েছে। তাতে বিশ্বের সবচেয়ে বড় সমাজতান্ত্রিক দেশ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু চীনের নানা ধরণের সাংস্কৃতিক, শিক্ষা, ঐতিহ্য ইত্যাদির বই নিয়ে সংগ্রহশালা তৈরি হয়েছে। দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্রথম উদ্যোগ।
ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র জানিয়েছেন, ‘মিনি অডিটোরিয়ামে চাইনিজ কর্ণার চালুর অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশে চীন দূতাবাসের কালচার অ্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলর লিউয়েন ইউ। তিনি অনলাইনে উদ্বোধন করেছেন তার দেশকে বাংলাদেশের ছাত্র, ছাত্রীদের জানার অনন্য উদ্যোগটি। প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।’
লিউয়েন ইউ বলেছেন, ‘আমাদের দেশকে জানার জন্য কর্ণার চালুর মাধ্যমে বাংলাদেশের ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা চীন সম্পর্কে জানতে পারবেন। দুটি দেশের সাংস্কৃতিক বিনিময়ের কাজও শুরু হলো। এটিই বাংলাদেশের কোনো সরকারী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রথম চীনা শিক্ষা ও গবেষণা এবং ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র।’
চীনা দূতাবাসের বাংলাদেশে সাংস্কৃতিক যোগাযোগ পরিচালক আরো বলেছেন, ‘বাংলাদেশের শিক্ষা ও গবেষণায় অগ্রগণ্য একটি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা এখানে কর্ণার চালুকে উপযুক্ত মনে করছি। ভবিষ্যতেও আমরা সব ধরণের সহযোগিতা করে যাবো।’
লিউয়েন ইউ অবশেষে বলেছেন, ‘যাদের চীন দেশের শিক্ষা, সংস্কৃতি, ভাষা, জীবনযাপন ইত্যাদি নানা কিছু নিয়ে আগ্রহ রয়েছে, তাদের জন্য কর্ণারটি কার্যকর হবে।’
তিনি জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নে তার দেশ আগামী দিনেও সাহায্য করে যাবে। করোনাভাইরাসে ভালোভাবে কাজ করায় তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ও প্রশংসা করেছেন।
এই আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিয়েছেন সাস্টের রাজনীতি অধ্যয়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন।
বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
রাজনীতি অধ্যয়নের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ফখরুছ সালাম উপস্থাপনা করেছেন।
এই বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক ও অধ্যাপক ড. নজরুল ইসলাম চাইনিজ কর্ণারের তত্বাবধানের দায়িত্ব পালন করছেন।
কর্ণার চালু উপলক্ষে রাজনীতি অধ্যয়নের ছাত্র, ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন। তাতে বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্যরাসহ বিভাগের শিক্ষকরা ছিলেন।
ওএস।