শিক্ষক প্রতিনিধি নির্বাচনে যৌন নির্যাতনে অভিযুক্ত দুই শিক্ষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্যানেলে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ সমর্থক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দল।
অভিযুক্ত ওই দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১২ মে) নির্বাচনের প্যানেল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল তাদের ৩৫ সদস্যের মনোনীত প্যানেল রেজিস্ট্রার কার্যালয়ের নির্বাচন শাখায় জমা দিয়েছেন। আগামী ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ মে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। এর মধ্যে কোনো কেউ চাইলে তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে সাধারণত কোষাধ্যক্ষ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নীল দলের শিক্ষক প্যানেলের ৩৫ সদস্যের মধ্যে দুইজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেনের বিরুদ্ধে ‘যৌন হয়রানি’ ও শিক্ষক নিয়োগে ‘অনিয়মের’ অভিযোগ রয়েছে। ওই বিভাগের সাবেক এক শিক্ষার্থী ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অভিযোগটি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়।
এ ছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে গত ২২ নভেম্বর ২০২১ এ উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ড. মিজানের বিভিন্ন অনিয়ম নিয়ে নিটারের ৩৭ জন শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে যৌন হয়রানির শিকার নারীরদের মধ্যে দুইজন লিখিতভাবে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
এ বিষয়ে নীল দলের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রহিম বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলোর তদন্ত চলমান। সে বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।
তিনি আরও বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমাদের নীল দলের সবার সম্মতি নিয়েই মনোনয়ন দেওয়া হয়েছে। দলের যে নিয়ম-শৃঙ্খলা রয়েছে সব ঠিক রেখে সবার সঙ্গে আলোচনা করে সবার সম্মতি নিয়েই এ ৩৫ জনের প্যানেল জমা দেওয়া হয়েছে।
এসএ/এসএন