বেরোবিতে হলো প্রথম আন্ত:বিভাগ ভলিবল
লেখা ও ছবি : রাবিউল হাসান সাকিব
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতিকে অমর করে রাখতে তার নামে প্রতিষ্ঠিত জন্মস্থানে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’তে প্রথম আন্ত:বিভাগ ভলিবল টুর্নামেন্ট হয়ে গেল।
এই প্রতিযোগিতাটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগ।
বিভিন্ন বিভাগের ছাত্র, ছাত্রীরা আলাদা শ্রেণীতে অংশ নিয়েছেন।
বিভাগের দলগুলোকে সমর্থন জানাতে মাঠগুলোতে ভীড় করেছেন দর্শক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।
শ্লোগানে মুখর করেছেন সবাই চারদিক।
তারা এমনকী নানা রঙের প্ল্যাকার্ড বানিয়ে মাঠে নিয়ে এসেছেন।
খেলার আগে ও পরে নানা আড্ডায় ফলাফল ও খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আলোচনা করেছেন।
তারা একবাক্যে স্বীকার করেছেন, পড়ালেখার পাশে খেলাধুলার আয়োজন মানসিক ও শারিরীক বিকাশ ঘটায়।
শিক্ষার্থীরা আগামীতে ক্রিকেট, ফুটবলের মতো জনপ্রিয় আয়োজনগুলো করতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন।
১ এপ্রিল বেরোবি আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।
ছেলেদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও মেয়েদের মধ্যে মার্কেটিং চ্যাম্পিয়ন হয়েছে।
ওএস।