মাদক, সন্ত্রাস, র্যাগিংসহ দূষণমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে হবে : শিক্ষামন্ত্রী
লেখা ও ছবি : আতোয়ার রহমান, প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের অন্যতম সরকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের আয়োজনে আজ ১১ মে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি অংশগ্রহণ করেছেন।
গাহি সাম্যের গান বিশেষ মঞ্চে তার ভাষণে তিনি উপাচার্য, অধ্যাপক, প্রশাসন ও ছাত্র, ছাত্রীদের বলেছেন, ‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং, র্যাগিং, বুলিং, জঙ্গিবাদসহ অন্যান্য সব ধরণের সামাজিক দূষণমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে।”
শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি সফট স্কিলগুলো বা নানা ধরণের উদ্ভাবনী কাজগুলো শেখার জন্য ছাত্র, ছাত্রীকে বলেছেন।
প্রযুক্তিবান্ধব, বিজ্ঞানমনস্ক মানবিক মানুষ হওয়ার আহবান জানিয়েছেন তাদের সবাইকে।
সব ছাত্র, ছাত্রীকে তিনি সাহিত্য, ইতিহাস, দর্শন, খবরের কাগজ ইত্যাদি পড়তে উৎসাহিত করেছেন ও আগামী দিনের নাগরিক হতে তাগিদ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে চলমান অবকাঠামো উন্নয়নে যেন সবক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে, সেজন্য মনোযোগ বাড়ানো ও কাজ করার জন্য বলেছেন অধ্যাপকদের।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে তার ক্যাম্পাসের উন্নয়নে আরো নজরদারির জন্য বলেছেন।
শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের মানুষদের তাদের ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনচেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মানুষ হতে উৎসাহিত করেছেন।
এরপর ডা. দীপু মণি বলেছেন, ‘আসুন সবাই মিলে সহযোগিতা করে আজকের বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশে পৌঁছে দেই।’
জন্মদিনের আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বিশেষ অতিথি ছিলেন সংসদের ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি ও এই আসন ময়মনসিংহ-৭’র এমপি হাফেজ মাওলানা মো. রুহুল আমিন মাদানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষা ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল। পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ|
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জালাল উদ্দিন অতিথি ছিলেন।
উপস্থাপনা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ূন কবির।
শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন ত্রিশাল উপজেলা পৌরসভার মেয়র এ.বি.এম. আনিসুজ্জামান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বিশ্ববিদ্যালয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত স্থাপন করেছেন।
ওএস।