নবীনবরণে ‘শিক্ষা’ নিয়ে জানলো এনএসটিউর ছাত্র, ছাত্রীরা
লেখা ও ছবি : সাদিদ হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ ৪র্থ ব্যাচের নবীনবরণের আয়োজন করেছে। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভাগটি তাদের প্রথম বর্ষের ছাত্র, ছাত্রীদের বরণ করেছে।
এই আলোচনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিক।
দিনের অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষকদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠান হয়েছে। এরপর তারা লেখাপড়া, জীবনযাপন ও বিশ্ববিদ্যালয় সম্পকে দিকনির্দেশনা প্রদান করেছেন।
তারপর এই চতুথ ব্যার্চ প্রশ্নোত্তর পর্বে শিক্ষকদের তাদের বিভাগ ও ভবিষ্যত জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে ও উত্তর জেনেছে।
বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ বলেছেন ‘শিক্ষা আমাদের দেশে অনার্সে নতুন বিভাগ নতুন হলেও বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত বিশ্বে এডুকেশনের অত্যন্ত চাহিদা এবং গুরুত্ব আছে। তারা লেখাপড়া করেই তো আজকের অবস্থানে এসেছেন। এই বিষয় নিয়ে অসংখ্য মনীষী ও দার্শনিক কাজ করেছেন। লেখাপড়া ও জীবন পরিচালিত হয় পরিচর্যার ওপর। শিক্ষাকে ভালোবাসতে হয়। পড়ালেখা ও কাজ করতে হয়। আমাদের দেশে বিভাগ ও কর্মক্ষেত্র হিসেবে এডুকেশনের অনুশীলন চলছে। আরো উন্নত এবং প্রয়োজনীয় চর্চা প্রয়োজন।’
বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিক বলেছেন, ‘আমরা সবাই একটি পরিবার। তোমাদের নতুন এই পরিবারে স্বাগত। বাংলাদেশে শিক্ষা বিজ্ঞান নামের এই অনুষদটি এডুকেশনের ওপর নির্ভর করে একমাত্র আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েই রয়েছে। শিক্ষা ছাড়া কোনোকিছুই এখন আর কল্পনা করা সম্ভব নয়। দেশে ও বিদেশে অনেক ভালো কর্মক্ষেত্র রয়েছে। শিক্ষা বাদেও সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞানে এবং আরো অনেক চাকরি আছে। বিসিএসে আলাদা এডুকেশন কোটা আছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও ইংল্যান্ডে ভালো বৃত্তি ও সহজে পড়ালেখার সুবিধা আছে। বিশ্বজুড়ে শিক্ষা বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে।’
শিক্ষকদের মধ্যে বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ, নওরীন ইয়াসমিন, ফাতেমা বেগম পপি ও সহকারী সৈয়দ মো. সিয়াম অংশ নিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের প্রথম ব্যাচের প্রতিনিধি সাহাদাত হোসেন ও তাসনিম সুলতানা, দ্বিতীয় ব্যাচের জুবায়ের ও শাম্মি এবং তৃতীয় ব্যাচের নাসরিন সুলতানা, শাফি মাহবুব ও তাসফিয়া নওয়ার ইরা।
উপস্থাপনা করেছেন বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র ও শ্রেণী প্রতিনিধি সাদিদ হক।
ওএস।