আরডিএসএসিইউ এক যুগ পূর্তি করলো
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঈদের ছুটিতে রাজশাহী জেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র, ছাত্রীরা তাদের সংগঠনের এক যুগ পূর্তি ও এই উপলক্ষ্যে মিলনমেলার আয়োজন করেছেন। তাদের ক্যাম্পাস তো এখন বন্ধ। ফলে আয়োজনটি হয়েছে জন্মস্থানে।
৬ মে, শুক্রবার, গতকাল শহরের হোটেল নাইস ইন্টারন্যাশনালে অনুষ্ঠান করেছেন তাদের ব্যানারে। সেটির নাম হলো, ‘রাজশাহী ডিসট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চিটাগাং ইউনিভার্সিটি (আরডিএসএসিইউ)’।
প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে এনেছিলেন তারা সিটি করপোরেশনের মেয়র ও প্রখ্যাত রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনকে। তাকে তারা ‘আরডিএনএসিইউ সম্মাননা পদক’ও প্রদান করেছেন।
আলোচনা সভায় তিনি বলেছেন, ‘কোনো দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষা প্রদানের কোনো বিকল্প নেই। কেবল লেখাপড়াই জাতিগতভাবে আমাদের অগ্রগতির শিখরে পৌঁছাতে পারে।’
তিনি তার জেলার অন্যতম প্রাচীন ও সরকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র, ছাত্রীর কাছে আশা করেছেন, ‘আগামী দিনে এই দেশের কর্ণধার হবে তোমরা। এই লক্ষ্য নিয়ে সুশিক্ষা অর্জনের মাধ্যমে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
রাজশাহী ডিসট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চিটাগাং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা এ. কে. এম. ইতরাৎ হামিদ (সোহেল) তার সংগঠনের একযুগ পূর্তি ও পুর্ণমিলনী উৎসবের উদ্বোধন করেছেন।
আলোচনা সভায় সভাপতি ছিলেন সভাপতি এম. নূর আলম খান স্বাক্ষর।
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক তানভীর কায়সার অনিন্দ্য।
সারা দিনের এই আনন্দ আয়োজনে অনেকগুলো পর্ব হয়েছে। বেলুন উড়ানো, আনন্দ র্যালি, কেক কাটা, প্রাক্তন ও আজকের ছাত্র, ছাত্রীদের ক্যাম্পাস এবং পিতৃভূমি নিয়ে স্মৃতিচারণ, তাদের নাচ, গান, আবৃত্তি, অভিনয়; র্যাফেল ড্র ও বিজয়ীদের পুরস্কারগুলো প্রদান।
ওএস।