রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলো উদ্ভিদবিজ্ঞানীদের বার্ষিক সম্মেলন
লেখা ও ছবি : আসাদুল্লাহ গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ’ ও ‘বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি’র যৌথ আয়োজনে হয়ে গেল ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন-২০২১’। এবারের প্রতিপাদ্য ‘ইনোভেটিভ রিসার্স ইন প্ল্যান্ট সায়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ।’
৩০ মাচ, ২০২১, বুধবার এই সম্মেলনের শুরু হয়েছে, শেষ হয়েছে পরদিন।
দুই দিনের বৈজ্ঞানিক সম্মেলনে একটি প্ল্যানারি সেশন, একটি স্পেশাল ডিসকাশন সেশন, চারটি টেকনিক্যাল সেশন হয়েছে।
১শর বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের তৈরি পোস্টার প্রদশনী হয়েছে। সেখানে আরো ছিল নানা দেশের গুরুত্বপূর্ণ পোস্টারগুলো।
আয়োজন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। অতিথি হিসেবে ছিলেন অন্য সেশনগুলোতে উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. সুলতান-উল-আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন উদ্ভিদবিজ্ঞানের সাবেক ছাত্র, প্রখ্যাত বিসিএস ক্যাডার-স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
সম্মেলনে সভাপতি ছিলেন বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল বাসার।
বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন রাজশাহী মহানগরের পুলিশ বিভাগের কমিশনার ও বিভাগের সাবেক ছাত্র কৃতী পুলিশ কর্মকর্তা মো. আবুল কালাম সিদ্দিক।
সম্মেলনে প্রধান গবেষণাপত্র উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বঙ্গবন্ধু কৃষি পদক জয়ী প্রখ্যাত গবেষক ও শিক্ষক অধ্যাপক ড. রাখহরি সরকার।
উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অধ্যাপক ড. ফারজানা আশরাফি নীলা।
স্বাগত বক্তব্য প্রদান করেছেন সাংগঠনিক কমিটির সচিব অধ্যাপক ড. মো. শহীদুল আলম। তিনি বিশ্বের নানা দেশের উদ্ভিদবিজ্ঞানীদের সঙ্গে সম্মলনে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দিয়েছেন।
আয়োজক কমিটির সদস্যদের পরিচিতি উপস্থাপন করেছেন অধ্যাপক ড. সাবরিনা নাজ।
বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির পরিচিতি উপস্থাপন করেছেন অধ্যাপক ড. আশফাক আহমদ।
শেষ দিনে ধন্যবাদ প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর হোসেন।
প্রধান অতিথি লোকমান হোসেন মিয়া তার আলোচনায় বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি দেশে উদ্ভিদবিজ্ঞান শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা, প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ ক্ষেত্রের গবেষণা ও উন্নয়নের সঙ্গে যেকোনো দেশের খাদ্যনিরাপত্তা, কীটপতঙ্গসহ মানবজাতির সার্বিক উন্নয়ন জড়িয়ে রয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে আমাদের পরিবেশ ও প্রতিবেশে অনাকাঙ্খিত পরিবর্তনগুলো ঘটে চলেছে, তারপরও উদ্ভিদবিজ্ঞানীরা তাদের গবেষণা ভুবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। আমাদের বাংলাদেশে উদ্ভিদবিজ্ঞানীদের গবেষণার কারণেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।’
প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির জানিয়েছেন, ‘আজকের বিশ্বের প্রেক্ষাপটে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সময়োপযোগী। টেকসই উন্নয়নে উদ্ভিদবিজ্ঞানের গবেষণা কার্যক্রর্ম দিনে, দিনে বেড়ে চলেছে। আমাদের দেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে নতুন কৃষিপ্রযুক্তি উদ্ভাবন, কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ ও খাদ্য নিরাপত্তা তৈরিতে আপনাদের মৌলিক গবেষণার কোনো বিকল্প নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন কৃতবিদ্য অধ্যাপক মাঠপর্যায়ে টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করেছেন। তার কারণেই বাংলাদেশে স্টোবেরি চাষে অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। এই সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলোর মাধ্যমে আগামীকালে উদ্ভিদবিজ্ঞান গবেষণায় পথরেখা তৈরি করবে।’