রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলো প্রথম ‘আইইআর এডুকেশন ফেস্ট’
লেখা ও ছবি : তানভীর তুষার
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট, ‘আইইআর-এডুকেশন ক্লাব’ প্রথম ‘এডুকেশন ফেস্ট’ আয়োজন করেছে।
এই উৎসব ছিল মোট তিনদিনের।
শিক্ষাবিষয়ক বইমেলা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ছবির প্রদর্শনী, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, শিক্ষা ঋণ লাভের সুবিধা, ছাত্র-ছাত্রীদের নানা ধরণের কার্যক্রমের কর্ণার এবং তাদের সাংস্কৃতিক আয়োজন ছিল প্রতিদিন।
উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য-রাজশাহীর বাঘা উপজেলা থেকে নির্বাচিত, বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অ্যাকাডেমিক ড. সুলতান-উল-ইসলাম।
অতিথিদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসহাবুল হক, আইইআর পরিচালক অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।
আইইআর এডুকেশন ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রুবাইয়াৎ জাহান অনুষ্ঠানমালার আলোচনা সভাগুলোতে সভাপতি ছিলেন।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান।
তিনি ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামী অধ্যাপকরা, আইইআরের অধ্যাপকরা এবং জনসংযোগ বিভাগের বিভাগের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এবং ছাত্র উপদেষ্টা তারেক নূর আলোচনায় অংশ নিয়েছেন।
বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা আলোচনা করেছেন।
ছিল ছাত্র, ছাত্রীদের এডুকেশন সেশন।
শেষদিনের আলোচনায় সভাপতিত্ব করেছেন আইইআর এডুকেশন ক্লাবের আরেক উপদেষ্টা ও ইতিহাসের অধ্যাপক ড. মো. আবুল কাশেম।
সমাপনী আলোচনা ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন উপ-উপাচার্য শিক্ষা, অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।
এডুকেশন ফেস্টে স্টল দিয়ে অংশ নিয়েছে ইউপিএল (ইউনিভার্সিটি প্রেস লিমিটেড), কথাপ্রকাশ, প্রথমা, ম্যাজিক লন্ঠন, অনিন্দ্য, গ্রন্থিক, নিবানসহ রাজশাহী ও ঢাকার মোট ১৩টি প্রকাশনা সংস্থা।
উচ্চ শিক্ষার লোন বা শিক্ষাঋণ বিভাগে অংশ নিয়েছে প্রিমিয়ার ব্যাংক, আমেরিকান সেন্টার, প্রজেক্ট হেডওয়ে, আইআইএলএম (ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব লিডারশিপ ম্যানেজমেন্ট), মেন্টরস।
স্টুডেন্টস কর্ণারে ছিল আরইউপিসি (রাজশাহী ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব), মাইন্ড মেন্ডার্স, পিডিএফ (ফিজিক্যাল চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন)সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক অনেকগুলো ক্লাব।
সাংস্কৃতিক আয়োজনে ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি আয়োজন ছিল। ক্যাম্পাসের তীর্যক নাট্যদল ও আবৃত্তি সংগঠন স্বণনও পরিবেশনা করেছে।
গানের আসরে অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গানের দল-কবিয়াল, ক্যাম্পাস বাউলিয়ানা, ধুমকেতু, অরণী সাংস্কৃতিক সংসদ।
ওএস।