ক্যান্সারে মারা গেলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী জিহাদ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) জিহাদ হোসেন নামে এক শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ জিহাদ হোসেন কৃষি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন৷
সোমবার (২ মে) দুপুর ১২টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেমোথেরাপী চলাকালীন তিনি মৃত্যু বরণ করেন৷
জানা গেছে, ৬ মাস আগ থেকে রক্তশূন্যতার জন্য জিহাদ হোসেনের চিকিৎসা চলছিল৷ গত মার্চের ২৫ তারিখে গোপালগঞ্জে টেস্ট করালে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে৷ এরপর মার্চের ২৮ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি হন৷ দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা যান ৷
মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে৷ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রকাশ করছেন শোকবার্তা৷
একই বিভাগের শিক্ষার্থী রুবেল শিকদার ফেসবুকে লেখেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বন্ধু ছিল জিহাদ হোসেন৷ তোর মৃত্যু মেতে নিতে পারছি না বন্ধু। আমরা আর কোনো দিন তোর হাসিখুশি মুখটা দেখতে পাব না। শেষ দেখাটাও দেখতে পেলাম না। আল্লাহ তা আলা ওকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।’
এসএন