এ.ডি. সায়েন্টিফিক ইনডেক্সে বশেমুরবিপ্রবির ৯ অধ্যাপক
দি. এ.ডি. সায়েন্টিফিক ইনডেক্স (অ্যালপার-ডগার সায়েন্টিফিক ইনডেক্স) অন্য ব্যবস্থাগুলোর চেয়ে আলাদা। এটি জার্নাল ও বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন প্রদান করে। একটি তালিকা ও মূল্যায়ন ব্যবস্থা যার ভিত্তি বৈজ্ঞানিক পারফরমেন্স ও বৈজ্ঞানিকদের উৎপাদনশীলতা-ইন্টারনেটে।
এবার প্রকাশিত হলো তাদের সর্বশেষ তালিকা। নাম : ‘এ.ডি. সায়েন্টিফিক ইনডেক্স ২০২২ : বিশ্বের বৈজ্ঞানিক ও বিশ্ববিদ্যালয়গুলো’।
২৩ এপ্রিল প্রকাশিত তালিকাটিতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয়জন অধ্যাপক।
তারা-গণিতের সহযোগী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম সোহাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের চেয়ারম্যান ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হক, ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক মিলন মন্ডল, ম্যানেজমেন্ট স্টাডিজের সহযোগী অধ্যাপক মো. শামসুল আরেফিন, পরিসংখ্যানের সহকারী অধ্যাপক মতিউর রহমান, রসায়নের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান ও বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির প্রভাষক উম্মে মাহফুজা শাপলা।
তারা সবাই এই তালিকায় স্থান পেয়ে খুব খুশি এবং আগামীতে আরো শিক্ষা এবং গবেষণা কাজ করবেন বলে জানিয়েছেন তাদের ছাত্র ও ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সফিকুল আহসান ইমনকে।
ওএস।