এ.ডি. সায়েন্টিফিক ইনডেস্কে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক
লেখা ও ছবি : তানভীর আহমেদ
দি এ.ডি. সায়েন্টিফিক ইনডেক্স (অ্যালপার-ডগার সায়েন্টিফিক ইনডেক্স) অন্য ব্যবস্থাগুলোর চেয়ে আলাদা। এটি জার্নাল ও বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন প্রদান করে। এই তালিকা ও মূল্যায়ন ব্যবস্থার ভিত্তি বৈজ্ঞানিক পারফরমেন্স ও বৈজ্ঞানিকদের উৎপাদনশীলতা।
এবার প্রকাশিত হলো তাদের সর্বশেষ তালিকা। নাম : ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২২ : বিশ্বের বৈজ্ঞানিক ও বিশ্ববিদ্যালয়গুলো’।
২৩ এপ্রিল প্রকাশিত তালিকাটিতে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক আছেন। তারা ওয়েবসাইটে আছেন।
সবার আগে আছেন পদার্থ ও রসায়নের সাবেক সিনিয়র প্রভাষক এবং এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শামীম মাহবুব। তিনি ৫শ ৬ নম্বরে।
৫শ ২৬ তম হয়েছেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিলয় কুমার দে।
তৃতীয় হয়েছেন ১৪শ ৭৫ সিরিয়ালের বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির অ্যাসসিটেন্ট লেকচারার মো. এখলাস উদ্দিন।
তার বিভাগেরই একই পদের মো. ইউসুফ আলী ১৫শ ৩০ সিরিয়ালে সর্বশেষ স্থানটি দখল করেছেন।
তারা এই প্রতিবেদক তানভীর আহমেদকে বলেছেন, আমরা খুব খুশি হয়েছি। আমাদের গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব অনুভব করছি। ভবিষ্যতেও আমরা এই ধারাটি অব্যাহত রাখতে চাই।
এবারের মোট ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানকে নিয়ে মোট ৭ লাখ ২৯ হাজার গবেষকের তালিকা করা হয়েছে। মোট ১২টি বিভাগে স্থান পেয়েছেন সবাই।
আন্তর্জাতিক এই তালিকাতে বাংলাদেশের মোট ২ হাজার ৭শ ৭১ জন গবেষক রয়েছেন।
তাদের সবার গুগল স্কলার প্রফাইল রিসার্চ থেকে গেল পাঁচ বছরের গবেষণা ও সাইটেশন স্কোরের ওপর তালিকাটি করা হয়েছে।
ওএস।