প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলো ‘এনএসটিউ’
লেখা ও ছবি : সাদিদ হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২ তারিখে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে, ‘অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।’
নোয়াখালীর চারটি জেলার একমাত্র এই সরকারী বিশ্ববিদ্যালয়-‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নিয়ে এই খবরের প্রতিবাদ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম।
তিনিসহ নতুন নিয়োগ লাভ করা এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের প্রভাষকরা তাদের নিয়োগ নিয়ে মিথ্যে তথ্য প্রকাশিত হয়েছে বলে প্রতিবাদলিপিতে জানিয়েছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঢাকা প্রকাশ ২৪.কমের প্রতিনিধি সাদিদ হক জানিয়েছেন, “আমাদের উপাচার্য স্যার ও নতুন নিয়োগ লাভ করা প্রভাষকদের প্রতিবাদলিপিতে আছে-ওই শিরোনামের সংবাদটি অসত্য, বিকৃত মস্তিকপ্রসূত ও পুরোপুরি উদ্দেশ্য প্রাণোদিত।”
তিনি লিখেছেন, “উপাচায স্যার তার প্রতিবাদে জানিয়েছেন-‘যথাথ সংবাদের শিরোনাম হওয়ার কথা ছিল নোবিপ্রবি পরিত্রাণ পেয়েছে যোগ্য নেতৃত্বের কল্যাণে’।”
নব নিয়োগ লাভ করা অধ্যাপকরা জানিয়েছেন, এই অসৎ, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে কেবল একজন সৎ, আদর্শবান ও দক্ষ উপাচার্য অসম্মানিত হননি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনামও অনেক কমেছে বলে আমরা মনে করি।
সাদিদ হক জানিয়েছেন, এ‘ই অনাকাংখিত ও বানোয়াট সংবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের ৫৪তম রিজেন্ট বোর্ডের সভার মাধ্যমে সদ্য নিয়োগ লাভ করা শিক্ষকদের কালিমা লেপন করা হয়েছে। তারাসহ পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ বিস্মিত, ব্যথিত, ও মর্মাহত এবং ক্ষুদ্ধ হয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তারা জানিয়েছেন অহেতুক প্রশ্ন তোলা হয়েছে। তারাসহ শিক্ষকদের সবাই হতবিহবল হয়ে গিয়েছেন।
এই নিয়োগ স্বচ্ছতা ও সততার সঙ্গে করা বলে তারা উল্লেখ করেছেন। একটি স্বার্থান্ধ শক্তি কাজ করছে বলে তারা জানিয়েছেন।
ওএস।