‘তোমরা জানো কী-আমরা ছাত্র, ছাত্রীদের নিয়ে মানুষের কল্যাণে কাজ করি?’
‘কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ’র সভাপতি ও ঢাকাপ্রকাশ ২৪.কম প্রতিনিধি সফিকুল আহসান ইমন জানিয়েছেন, তারা গোপালগঞ্জে জেলাভিত্তিক কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের (কেএসএফবি) পবিত্র রমজান মাসের ইফতারানুষ্ঠান ও দোয়ার আয়োজন করেছেন।
শনিবার, ১৬ এপ্রিল সদর উপজেলার ‘গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও মাদ্রাসা’য় গিয়েছেন তাদের ছাত্ররা। সেখানেই ইফতার করেছেন এতিম শিশুদের সঙ্গে।
৯১ জন এতিমকে নিয়ে গোপালগগঞ্জ জেলা কমিটির সদস্যরা সময় কাটিয়েছেন।
তাদের অন্যতম ছিলেন গোপালঞ্জ জেলা কমিটি কেয়া স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক এম. আমানুল্লাহ, কোষাধ্যক্ষ আকিক তানজিল জিহান, কাযনিবাহী কমিটির সদস্য মুহতাসিম বিল্লাহ হৃদয়, আল মাহমুদ মুরাদ, আবু জাফর আনসারী, সাইম রাইয়ান সিফাত, মাহাদী হাসান গালিব প্রমুখ।
কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের সভাপতি ও এই প্রতিবেদক তার বক্তব্য উল্লেখ করেননি। তবে সাধারণ সম্পাদক আমানউল্লাহ বলেছেন, ‘কেয়া কসমেটিকস লিমিটেডের ছাত্র, ছাত্রীদের এই সংগঠন নানা ধরণের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে। আমাদের ফোরাম প্রতি বছরের মত এ বছরও সারা দেশের এতিমখানাগুলোতে সাধ্যানুসারে ইফতার প্রগ্রাম আয়োজন করছে। ধারাবাহিকতায় এখানে আমরা এসেছি তোমাদের কাছে। তোমরা জানো কী-আমরা ছাত্র, ছাত্রীদের নিয়ে মানুষের কল্যাণে কাজ করি?’
তিনি আরো জানিয়েছেন, ‘এই রহমতের মাসে এমন আয়োজন সফলভাবে করতে পারায় আমরা খুব খুশি। আগামী দিনগুলোতেও আমরা সামাজিক ও মানবিক উন্নয়ন কাজগুলো করে যাব।’
ওএস।