‘চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
আজ “চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশন”র বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ ইফতার সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের প্রথম ভাগ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা করেছে। সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যসহ সবাই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সমস্যাগুলোর সমাধানের দাবি-দাওয়াগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এরপর প্রশাসনের কাছে উপস্থাপনের ব্যাপারে সকলে ঐক্যমত হয়েছেন।
তারপর তাদের বিশেষ আলোচনা ও ইফতারের আয়োজন ছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ‘চুয়েট স্টাফ ওয়েলফেয়ার কমিটি’র সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। তাদের কাছে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশন সমস্যাগুলো তুলে ধরেছে ও তারা বিবেচনা করে পূরণের আশ্বাস দিয়েছেন। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ‘চুয়েট স্টাফ ওয়েলফেয়ার কমিটি’র সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদকে সমস্যাগুলো পূরণের জন্য জোরোসোরে কাজ করতেও অনুরোধ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি স্যার বলেছেন, ‘পবিত্র মাহে রমজানের সংযম ও শুদ্ধতার মহান শিক্ষাকে ধারণ করে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কাজে লাগানোর জন্য আমি আপনাদের আহবান জানাই। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রায় আপনারা কর্মচারীরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমরা আশা করি।’
ওএস।