‘ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বঐতিহ্য স্বীকৃতি দিয়েছে’
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ-১৪২৯’ উদযাপিত হয়েছে।
১৪ই এপ্রিল (বৃহস্পতিবার) ২০২২, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। নেতৃত্ব দিয়েছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের ছেলেমেয়েরা অংশ নিয়েছে। ছাত্র, ছাত্রীরা ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক ও গোলচত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়েছে।
এ সময় চুয়েটের ভিসি স্যার ভাইস উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেছেন। তাদের নতুন বাংলা বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এরপর প্রশাসনিক ভবনের নিচে পহেলা বৈশাখের আলোচনা সভায় অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধান অতিথি ছিলেন। বাংলা নববর্ষ নিয়ে আরো বলেছেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম.এক. জিয়াউল হায়দার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বৈশাখের এই প্রথম দিনের প্রথম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কো ‘মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বঐতিহ্য’ স্বীকৃতি দিয়েছে। এই শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। পহেলা বৈশাখ সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে আমাদের সবার সামনের দিনগুলোতে শান্তি বয়ে আনুক এই প্রত্যাশা করি।”
ওএস।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)