এনএসটিউ এডুকেশনের ‘স্টেম এড' ক্লাবের নতুন কমিটি হলো
লেখা ও ছবি : সাদিদ হক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগগুলোর ছাত্র, ছাত্রীদের আছে একটি বিশেষ ক্লাব। নাম, ‘স্টেম এড’। তারা শিক্ষার প্রচার ও প্রসার এবং ছাত্র,ছাত্রীদের জ্ঞান এবং দক্ষতার উন্নয়ন নিয়ে কাজ করেন।
শুরুটি হয়েছিল ২০১৯ সালের ২৪ জুলাই। এর মধ্যে বেশ কাজ করেছেন সবাই মিলে।
১৩ এপ্রিল বুধবার ক্লাবটি নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেছেন তারা। সেই আয়োজন হয়েছে ইফতারে।
স্টেম এড ক্লাবের মডারেটর হয়েছেন শিক্ষা বা এডুকেশনের সহকারী অধ্যাপক এস. এম. মুশফিকুর রহমান আশিক।
সভাপতি নির্বাচিত হয়েছেন-মিতা মাহমুদা জ্যোতি আর সাধারণ সম্পাদক আরেকটি মেয়ে, তাসনিম তাবাসসুম অরিন।
কার্যনির্বাহী কমিটি তৈরি ও সবাই মিলে মিলনমেলার আয়োজনটি ছিল তাদের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের একটি রুমে। সেখানে এসেছেন এই এডুকেশন ক্লাবের কর্মীরা ও মোট চারটি ব্যাচ।
তখন নতুন কমিটি গড়ে অনুমোদন করেছেন স্টেম এড ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক, সহকারী অধ্যাপক নওরীন ইয়াসমিন, ওয়ালিউর রহমান আকন্দ, ফাতেমা বেগম পপি ও সৈয়দ মোহাম্মদ সিয়াম।
তারা জানিয়েছেন, এই কমিটি একটি বছর কাজ করবে।
স্টেম এডের নতুন কমিটির সহ-সভাপতি রাশেদ ইকবাল ও ওয়াসিফ ফুয়াদ আলিফ, যুগ্ম সাধারণ সম্পাদক-অর্নিমা আইচ ও রবিউল ইসলাম; কোষাধ্যক্ষ- তাসনিম সুলতানা, সাংগঠনিক সম্পাদক- নাজনীন আক্তার প্রিয়ম, তাহসিন আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল; প্রচার সম্পাদক-আবদুল্লাহ আল মাহবুব শাফি, দপ্তর সম্পাদক-মোহাইমিনুল ইসলাম লিমন, খেলা ও বিনোদন সম্পাদক-মারুফ আহমেদ মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক-শতাব্দী ধর, অনুষ্ঠান পরিকল্পনা সম্পাদক-লাবিবা বাশার আনিকা। কার্যনির্বাহী সদস্য-ঐশীতি সরকার, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, তাসনিম আক্তার ও জেরিন সুবাহ।
ক্লাবের মডারেটর এস. এম. মুশফিকুর রহমান আশিক বলেছেন, ‘আমাদের এডুকেশনের ক্লাবটির উদ্দেশ্য, স্টেম লিটারেট রিসোর্স ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ, ইনোভেটিভ কাজ পরিচালনা; বর্তমান, আগামীর প্রেক্ষাপটে স্টেম স্ট্র্যাটেজির ইফেকটিভ এক্সপেরিমেন্ট, প্রাসঙ্গিকীকরণে কাজ করা।’
তিনি বলেছেন, ‘উপদেষ্টাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও নির্বাচিতদের প্রত্যেককে বাসন্তী শুভেচ্ছা। আশা করি, নবকমিটির সদস্যরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে।’
নতুন সভাপতি মিতা মাহমুদা জ্যোতি বলেছেন, ‘আমাদের ক্লাবটি শিক্ষার ছাত্র, ছাত্রীদের চিন্তার পরিবতন ঘটাবে, সবাইকে নানা ধরণের শিক্ষাসংশ্লিষ্ট সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করবে ও কাজের সুযোগ করে দেবে। ক্লাব থেকে লাভ করা দক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে তারা জীবনকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারবে। জীবনের অন্যান্য ক্ষেত্রে আমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারবে।’
সাধারণ সম্পদক তাসনিম তাবাসসুম অরিন বলেছেন, ‘আমরা শিক্ষার সব ছাত্র, ছাত্রী মিলে একটি পরিবার হিসেবে স্টেম এডকে এগিয়ে নিয়ে যাব।’
ওএস।