মা-বাবার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা

লেখা ও ছবি : আসাদুল্লাহ গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ফার্সি’ ভাষা শিক্ষা বিভাগের অনার্সের প্রথম বর্ষের ছাত্র হাসানুল বান্নাহ সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি হলে থাকেন না, রাজশাহী শহরের বিনোদপুরের মন্ডলের মোডে আবদুর রহিম ছাত্রবাসের বাসিন্দা।
বুধবার ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় এই ঘটনাটি ঘটান তিনি।
তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা এরপর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি করেন। ৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তারপরও বান্নাহর অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসানুল বান্নাহর মা-বাবা ও পরিবার থাকেন তাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার একটি গ্রামে।
বান্নাহর বয়স মোটে ১৮ বছর।
তার সহপাঠীরা বলেছেন, পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করে গুরুতরভাবে আহত হয়েছেন তিনি।
এই ঘটনার বিষয়ে তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেছেন, ‘পরিবারের সঙ্গে রাগারাগি করে এই ঘৃণ্য পথটি আমাদের এই ছাত্র হাসানুল বান্নাহ বেছে নিয়েছিল। তবে এরপর থেকে আহত হয়ে সে কথা বলতে পারছে না। এজন্য ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তার চিকিৎসকরা।’
ছবিটি প্রতীকি।
ওএস।
