ফোকলোর বিভাগে ‘শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড’ চালু হয়েছে
লেখা ও ছবি : আতোয়ার রহমান, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগকে বাংলা একাডেমির সাবেক নারী পরিচালক, বিখ্যাত লোক গবেষক, প্রবন্ধ রচয়িতা শাহিদা খাতুনের ৩০ লাখ টাকা দানে তার নামে ‘শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড’ চালু হয়েছে।
গতকাল বুধবার ৬ এপ্রিল ত্রিশালের এই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বরেণ্য এই ব্যক্তিত্ব ক্লাস শেষে তার চেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. সৌমিত্র শেখরের হাতে প্রদান করেছেন।
শাহিদা খাতুন বাংলা একাডেমির ফোকলোর বিভাগের সাবেক পরিচালক। কাজ করেছেন ড. শামসুজ্জামান খানসহ আরো অনেক কৃতি মানুষের অধীনে। টানা দুই দশকেরও বেশি তিনি বাংলাদেশের লোক গবেষণায় নিমগ্ন ছিলেন এই জাতীয় প্রতিষ্ঠানে। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছাত্র, ছাত্রী ও অধ্যাপকদের জানিয়েছেন, ‘আগে থেকে আমার ফোকলোরের প্রতি ভালোবাসা। বাংলা একাডেমিতে কাজের সুবাদে বাংলার লোকসাহিত্য ও লোক সংস্কৃতি নিয়ে অনেক কাজের সুযোগ লাভ করেছি। এই প্রতিষ্ঠানের ফোকলোর পাঠ, পাঠোপযোগী করা, ফোকলোর চর্চা, প্রশিক্ষণ, সংগ্রহ, সেমিনার ও সিম্পোজিয়ামগুলো আয়োজন এবং প্রকাশনার বিপুল কমযজ্ঞে আমি আত্মনিমগ্ন হতে পেরেছি। হাজার বছরের বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশে আমার ভালোলাগা থেকে ভালোবাসাময় অবদান রয়েছে।’
তিনি আরো বলেছেন, ‘বাংলাদেশের এই অন্যতম সাংস্কৃতিক পীঠস্থানের ছাত্র, ছাত্রীদের মধ্যে বাংলা সংস্কৃতি নিয়ে সত্যিকারের উপলব্ধি জন্মলাভ করে, এই সংস্কৃতির নানা বাঁকের প্রতি তারা যেন ভালোবাসা নিয়ে কাজ করতে পারে, আমাদের সমৃদ্ধ গ্রামীণ অহংকারটিকে যেন বিকশিত করতে ভূমিকা পালন করতে পারে এজন্য আমি আমার সারাজীবনের সঞ্চয় আপনাদের হাতে তুলে দিয়েছি।’
শাহিদা খাতুন আরো আশা করেছেন, আগামী দিনের বাঙালির সংস্কৃতি চচা করা এই ছাত্র, ছাত্রীদের মধ্যে ফকলোর চর্চা ও গবেষণা এবং অধ্যয়নের মাধ্যমে আবহমান কাল থেকে বাংলার গণমানুষের বহমান জীবনচর্চা ও তাদের লালিত জীবনঘনিষ্ঠ লোকজ সংস্কৃতি বাংলাদেশের সব ক্ষেত্রে ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরো অনেক বেশি মর্যাদার সঙ্গে জায়গা করে নেবার উদ্যোগ এবং কাজে এই টাকাগুলো তিনি দান করেছেন।
শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড চেক হস্তান্তরের এই বিরল উদ্যোগের সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. হুমায়ূন কবীর, তাদের দানের বিভাগ ফোকলোরের প্রধান মোহাম্মদ বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক ড. মেহেদী উল্লাহ, বাংলা একাডেমির নামকরা লেখক ও উপ-পরিচালক (প্রকাশনা) আমিনুর রহমান সুলতানসহ বিভাগের সব অধ্যাপক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
শাহিদা খাতুনের ইচ্ছেনাসুরে, শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ডের টাকায় ২০২০-’২১ শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের গরীব ও অস্বচ্ছল ছাত্র, ছাত্রীদের মধ্যে চার বছরের সম্মান কোস বিএসএস অনাস, ফোকলোরে দুজনকে ও এমএসএস ফোকলোরে একজনকে মেধাবৃত্তি প্রদান করা হবে।
শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড গঠনের সময় এই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত এই কৃতি নারী ফোকলোরবিদকে নিয়ে বাংলা সাহিত্যের অমর ফোকলোরবিদ ‘মুহম্মদ মনসুর উদ্দিন পাঠকক্ষ’ ও ‘অধ্যাপক ড. মযহারুল ইসলাম গবেষণাগার’, ময়মনসিংহের খ্যাতিমান লোকসংগ্রাহক ‘চন্দ্রকুমার দে ফোকলোর জাদুঘর ও মোহাফেজখানা’র উদ্বোধন করা হয়েছে। তার সঙ্গে ছিলেন বিখ্যাত লেখক ও উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
ওএস।