রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

চবির ক্যাম্পাস যেন ময়লার ভাগাড়

যেখানে-সেখানে পড়ে আছে কফ-থুতু, পান-বিড়ির উচ্ছিষ্টাংশ, ফলমূলের খোসা, কাগজ, প্লাস্টিকের ব্যাগ, পানির বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন খাবারের প্যাকেট বা পলিথিন।

ক্যাম্পাসে নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে। ফলে পুরো ক্যাম্পাস যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে ঢুকলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে এমন দৃশ্যই চোখে পড়বে।

এদিকে আবর্জনায় বিশ্ববিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য করা বিভিন্ন ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। বিভিন্ন সময় প্রশাসন থেকে বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস দিলেও গত কয়েক বছরে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

অপরদিকে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য দৃষ্টিনন্দন ফটক নির্মাণ করা হলেও সামনে গড়ে উঠছে আবর্জনার স্তূপ। বছরের পর বছর এমন নোংরা পরিবেশে চলছে সকল কার্যক্রম। কিন্তু এ নিয়ে কোনো মাথাব্যথা নেই কর্তৃপক্ষের।

তা ছাড়া ময়লা পরিষ্কারের জন্য পর্যাপ্ত পরিচ্ছন্নকর্মী না থাকায় আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে দূষিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কয়েকটি সংগঠন বা সাধারণ শিক্ষার্থীরা আন্তরিকতা থেকে কাজ করলেও প্রশাসনের পক্ষ থেকে কখনো কোনো কাজ বা উদ্যোগ নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল, ১০টি অনুষদ ও ১টি প্রশাসনিক ভবনসহ আশপাশের স্থানগুলোতে ময়লা ফেলার কোনো সুব্যবস্থা নেই। এ ছাড়া প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থীর, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় হাজার হাজার লোকের পদচারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২১০০ একরের এই ক্যাম্পাসে। কিন্তু প্রশাসনের উদ্যোগে কোনো ডাস্টবিন নেই ক্যাম্পাস এরিয়ায়। বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোনো উদ্যোগ মেলেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অনুষভুক্ত ক্যাফেটেরিয়া, সকল অনুষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কের দু-পাশে, শহীদ মিনারের পাশে এবং আবাসিক হলগুলোর পাশে ময়লার স্তূপ হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, কলা ও মানববিদ্যা অনুষদ এবং বাণিজ্য অনুষদের পেছনে ও সামনে ময়লার স্তূপ পড়ে আছে। আবার বিভিন্ন স্থানের আবর্জনা সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় কয়েকদিন পরে সেটি পুড়িয়ে ফেলতে হয়। এর ফলে ক্যাম্পাসের বায়ু দূষণের মাত্রা বাড়ছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

পরিবেশ দূষণের ফলে বিশেষজ্ঞরা বলছেন হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’, যক্ষ্মা, ডিপথেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়তে পারে।

একাধিক শিক্ষার্থী ক্ষোভ জানিয়ে বলেন, আমাদের সবুজে ঘেরা ক্যাম্পাস আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা এটা মানতে পারছে না। ক্যাম্পাস এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে। এ কারণেই ক্যাম্পাস বেশি নোংরা হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।

তবে ক্যাম্পাসে এমন অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুশান্ত বসাক বলেন, 'আমার কাছে প্রথমে মনে হয় এটা সচেতনতার অভাব। ব্যবস্থাপনারও অভাব আছে। বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হয়েও যদি পরিবেশ রক্ষার ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে আমাদের কাছ থেকে কী আশা করা যায়। আরেকটা বিষয় হলো আমাদের প্লাস্টিকের বিকল্প চিন্তা করতে হবে। যা সহজে পচন যোগ্য। এক্ষেত্রে আমরা পাটকে প্রাধান্য দিতে পারি। তাহলে আমি মনে করি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে না।'

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী সৌরভ পাল বলেন, আমাদের ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন নেই। সেজন্য এই নোংরা পরিবেশ সৃষ্টি হচ্ছে। তা ছাড়া বেশি বেশি সেমিনারের আয়োজন করা উচিত। পরিবেশ রক্ষার জন্য। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ভেতরে কিছু না কিছু সচেতনতা বোধ আছে। তারা জানা সত্ত্বেও যত্রতত্র ময়লা ফেলে। এখানে মানসিকতার পরিবর্তন করা দরকার। দেয়ালে বা বিভিন্ন জায়গায় চিকা মেরে সবার ভেতরে সচেতনতা জাগিয়ে তুলতে হবে। নোংরা, ময়লা, আবর্জনা থেকে এই সুন্দর ক্যাম্পাস রক্ষা করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল ইসলাম বলেন, আমি পারমানেন্ট ডাস্টবিনের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করব। কীভাবে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়। আমরা সবাই শিগগিরই মিটিং করব এটা নিয়ে।

পরিচ্ছন্নতা কর্মীর নিয়োগের ব্যাপারে তিনি বলেন, 'আমাদের যথেষ্ট পরিচ্ছন্নতা কর্মী আছে। কিন্তু তারা ঠিকঠাক মতো কাজ করে না। আমি প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আশা করি একটা সমাধান আসবে।'

পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজলের কণ্ঠে ভিন্ন সুর। তিনি বলেন, 'আমাদের পরিচ্ছন্নতা কর্মীর সংকট আছে। বলা যায় অপ্রতুল। এ বিশাল ক্যাম্পাসে আমার মাত্র ৪ জন পরিচ্ছন্নতা কর্মী আছে। আর কোথায় কী আছে আমি জানি না। ডাস্টবিনের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি বা লিখিত অভিযোগও আসেনি।'

তবে ঢাকাপ্রকাশের সাথে কথা হওয়ার পর তিনি বলেন, আমি প্রক্টর অফিসের সঙ্গে দুয়েকদিনের মধ্যে মিটিংয়ে বসব। এর একটা সুষ্ঠু সমাধানের জন্য।

টিটি/

Header Ad
Header Ad

থাকবে না সরকারি ছুটি

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা

পিলখানা হত্যাকাণ্ড। ছবি: সংগৃহীত

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করে আজই প্রজ্ঞাপন জারি হবে। এ বছর থেকে দিবসটি পালন করা হবে। তবে এ দিনে থাকবে না সরকারি ছুটি।

মন্ত্রিপরিষদ সচিবের এমন বক্তব্যের কিছু সময় পরই ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।

Header Ad
Header Ad

প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সরকারি পর্যায়ের চুক্তির (জি টু জি) আওতায় বিপুল পরিমাণ চাল নিয়ে একটি পাকিস্তানি কার্গো জাহাজ বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল আমদানি করছে, যা পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি) সরবরাহ করছে।

চলতি ফেব্রুয়ারির শুরুতে এই চুক্তি চূড়ান্ত করা হয়। দুই ধাপে চাল রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম চালানের আওতায় ২৫ হাজার টন চাল ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। আগামী মার্চের শুরুতে দ্বিতীয় চালানে আরও ২৫ হাজার টন চাল পাঠানো হবে।

এবারের চালান বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) কোনো জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশে পৌঁছাবে। এই ঘটনা দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ স্থগিত ছিল। এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং সামুদ্রিক পথ ব্যবহারের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরাসরি জাহাজ চলাচলের ফলে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ হবে এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Header Ad
Header Ad

৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর। ছবি: সংগৃহীত

উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

অবসরে পাঠানো চারজন হলেন- এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।

 এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো। 

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। 

এর আগে বিতর্কিত শেষ তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা
প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ
স্ত্রীর সামনে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
দুই ফুসফুসেই নিউমোনিয়া, পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
সংস্কার কমিশনের সুপারিশ: জুনেই স্থানীয় সরকার নির্বাচন
নওগাঁয় রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রযোজনায় নাম লেখালেন বুবলি  
চোখে লাল কাপড় বেধে ঢাকার উদ্দেশ্যে কুয়েটের ৮০ শিক্ষার্থী  
বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘরে হামলা  
আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ  
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার  
দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস  
সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানালো র‍্যাব  
এ বছরই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : দুদু  
জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিল না ইসরাইল  
জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক