রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ছাত্র ও কর্মচারীর মারামারি, কর্মবিরতিতে সব কর্মচারী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসচালক ও ছাত্রদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। তাতে আহত হয়েছেন প্রতিবাদকারী ছাত্র। তাকে হামলা করার জেরে দুজন বাস চালকও আহত হয়েছেন। তবে এই মারামারির বিচারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন কর্মচারীরা। তাতে বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি চলছে না। কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ রয়েছে। ক্লাস ও পরীক্ষায় সময় মতো অসতে পারছেন না তিন দিন ধরে ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা।

জানা গিয়েছে, ৩ এপ্রিল রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়টির ছাত্র, ছাত্রীদের নিয়ে বাসটি ক্যাম্পাস থেকে গোপালগঞ্জের কাশিয়ানী যাবার পথে ঘোনাপাড়ার পাশের দোলা সিএনজি পাম্পের কাছে অনাকাংখিত ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদশী একজন শিক্ষার্থী বলেছেন, বাসটির চালক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ আহসান ফয়সালের ঝগড়া থেকে মারামারি হয়েছে ও তারা দুজনেই আহত হয়েছেন।

আহত ছাত্র শেখ আহসান ফয়সাল বলেছেন “আমি হোন্ডা নিয়ে ঠিক সাইডে ছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসটির চালক রং সাইডে গাড়ি চালিয়ে এলেন। আমি প্রতিবাদ করলে তিনি মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। কে গালি দিল জানতে চাইলে তিনি আমার কলার ধরে টান দিয়ে মা-বাপ তুলে গালি দিতে থাকেন। ফলে আমিও তাকে মেরেছি। তখন আমার চাবির গোছা তার মুখের ওপরের দিকে লাগে। এর ফলে কেটে যায়। তখন সেখানে উপস্থিত অন্য গাড়ির চালকরা আমাকে একত্রে মারধর করেছেন।’ সেখানেও তাদের সবার মধ্যে মারামারি হয়েছে।

এরপর সেদিন সন্ধ্যা সাতটায় এই ঘটনার জেরে ছাত্ররা গাড়ির চালকদের মুখোমুখি হন। তাদের মধ্যে আবার ঝগড়া বাঁধে। এরপর মারামারি হয়।

তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোরাদ হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি হয়। তাতে বলা হয়েছে-‘এই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ আহসান ফয়সালের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে অত্র বিশ্ববিদ্যালয়ের দুই ড্রাইভার রবিউল ইসলাম ও আতিকুর রহমান ঝন্টুকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হলো এবং একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির সুপারিশক্রমে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই ঘটনার প্রতিবাদে ও বাস চালকের উপর হামলার বিচারের দাবির নামে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারি সমিতি। তারা বিবৃতিতে বলেছেন, “এতদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারি সমিতির সকল সদস্য ও মাস্টার রোল এবং দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত সব কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, গতকাল ড্রাইভার জনাব রবিউল ইসলামকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জনাব ফয়সাল শেখ বিকাল ৪টার টার সময় চরম বেয়াদবীসহ গাড়ির চাবি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছেন। রাত ৭.৩০ মিনিটে ড্রাইভার জনাব মো. বাহারুল শেখকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নামের সন্ত্রাসী জনাব মোর্শেদ তার গ্যাং নিয়ে মোবাইলে ফোন করে পূর্ববর্তী ঘটনা জানার জন্য বাসা থেকে ডেকে নিয়ে যান। শেখ রেহানা হলের পাশের মোড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী নামের সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলাসহ বেধড়ক মারপিট করেছেন। এমনটি প্রমাণ করে, সন্ত্রাসী দলটি বাহারুলকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। অথচ আমরা শিক্ষার্থীদের সন্তানের মতো দেখি। তাদের কাছ থেকে এহেন জঘন্য ও সন্ত্রাসী কর্মকান্ড আশা করিনি। ফলে এই ধরণের অপরাধের তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট অপরাধীদের যথাযথ শাস্তি প্রদান না করা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ‘কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি’ অনির্দিষ্টকাল অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সব কর্মচারীকে সক্রিয় অংশগ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হল।”

তাতে গেল তিনদিন থেকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রও বন্ধ। বাস চলাচল ও কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ছাত্র, ছাত্রীরা। হলের বাইরের দূরের ছাত্র, ছাত্রীরা ক্লাসে আসতে পারছেন না। সঠিক সময়ে পরীক্ষাও দিতে পারছেন না। লাইব্রেরিতে গিয়ে পড়ালেখা করতে পারছেন না।

সব কর্মচারীর একত্রে কর্মবিরতির ঘটনায় ভোগান্তিতে পড়া পরিসংখ্যান বিভাগের অন্যতম ছাত্র সাইমুন হাসান রাব্বি বলেছেন, ‘রোজার মধ্যে এমন কাজ অনাকাংখিত। দ্রুত সমাধান হোক, আমরা এ ভোগান্তি থেকে মুক্তি চাই।’

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম বলেছেন, “এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তবে উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের যেসব নিয়ম আছে, সে অনুসারে দোষীদের বিচার করা হবে।”

বাস চালকদের ছাত্রদের সঙ্গে মারামারি এবং কর্মবিরতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা মোবাইলে বলেছেন, “আজ (৫ এপ্রিল) সকাল থেকে উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ.এম. মাহবুবব স্যারের সঙ্গে এ বিষয়ে মিটিং হলেও এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’ তবে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে জানিয়ে বলেছেন, “আগামীকালের (আজ ৬ এপ্রিল) মধ্যে কোনো সমাধান না হলে যান চলাচল সচল রাখাতে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করব।”

ওএস।

Header Ad
Header Ad

ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী

ছবি: সংগৃহীত

ভারতে মুসলিম সম্প্রদায় ও বিরোধী রাজনীতিকদের তীব্র আপত্তির মুখে বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভায় মাত্র ৩৩ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এখন শুধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষা। তারপরই এটি ৭০ বছরের পুরনো আইনের জায়গা করে নেবে।

নতুন এই আইনে মুসলিমদের জন্য পবিত্র ও দানকৃত সম্পত্তির দেখভালকারী ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রাখা, ওয়াকফ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকার সম্পত্তি দান করে দেওয়ার বাধ্যবাধকতা, এবং সরকারি কর্মকর্তাদের ওয়াকফ সম্পত্তি তদন্তের ক্ষমতা— এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে বলেন, ওয়াকফ সম্পত্তি থেকে আয় ঠিকমতো হচ্ছে না। ২০০৬ সালের সাচার কমিটির তথ্য অনুযায়ী, ৫ লাখ ওয়াকফ সম্পত্তি থেকে আয় হওয়ার কথা ছিল ১২ হাজার কোটি টাকা, কিন্তু হয়েছে মাত্র ১৬৩ কোটি টাকা। সরকার দাবি করছে, নতুন আইনে আয় বাড়বে এবং গরিব মুসলিম, নারী ও অনাথ শিশুদের উপকার হবে।

বিরোধী সাংসদরা বলছেন, এই বিলের মাধ্যমে সরকার ওয়াকফ বোর্ডকে নিয়ন্ত্রণ করতে চায়। ধর্মীয় সংস্থায় অমুসলিম সদস্য রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের মতে, এটি সংবিধানসম্মত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

তবে সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া বিলটির পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, এটি গরিব মুসলিমদের ধনী শ্রেণির হাত থেকে রক্ষার চেষ্টা মাত্র, ধর্মীয় চর্চায় কোনো হস্তক্ষেপ নয়।

নতুন আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক:

- ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ ৪ জন অমুসলিম সদস্য থাকতে পারবেন
- ওয়াকফ ঘোষণার আগে উত্তরাধিকারীদের (বিশেষ করে নারীদের) অংশ বুঝিয়ে দিতে হবে
- ১ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক অডিট
- সরকারি জমিকে কেউ ওয়াকফ দাবি করলে, কালেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্ত করবেন
- ধর্মাচরণকারী মুসলিমরাই কেবল ওয়াকফ করতে পারবেন

বিলটি নিয়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যসভায় আলোচনা হয়। সরকারের দাবি, এতে স্বচ্ছতা আসবে। আর বিরোধীদের আশঙ্কা, এটি সংখ্যালঘুদের উপর হস্তক্ষেপ ও তাদের স্বার্থহানির ইঙ্গিত।

মোটকথা, ভারতের ওয়াকফ বিল নিয়ে আপত্তির মূল কারণ—ধর্মীয় সংস্থায় সরকারি হস্তক্ষেপ, মুসলিমদের স্বতন্ত্র ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন, এবং অমুসলিমদের অন্তর্ভুক্তি। বিরোধীদের আশঙ্কা, এভাবে ধাপে ধাপে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে।

Header Ad
Header Ad

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৯৩ জন আইনজীবী ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চান। দুপুর ২টায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

জামিন আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিম ও মোরশেদ হোসেন শাহীন।

আসামি আইনজীবী মোরশেদ হোসেন শাহীন সাংবাদিকদের বলেন, “আমি আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছি। এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি আইন ও ন্যায়বিচারের পরিপন্থি।”

জানা যায়,  ৪ আগস্ট আদালত চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে ৬ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। মামলায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীকে আসামি করা হয়। এদের মধ্যে ১১৫ জন হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন, যার মেয়াদ সোমবার শেষ হচ্ছে।

আসামিদের তালিকায় রয়েছেন—আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সাবেক পিপি মো. আব্দুল্লাহ আবু, সমিতির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল, মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মো. ফিরোজুর রহমান মন্টু, সাবেক সংসদ সদস্য সানজিদা খানমসহ অনেকে।

মামলার অভিযোগে বলা হয়, ওইদিন আসামিরা লাঠিসোটা, অস্ত্রসহ ভয়ভীতির পরিবেশ তৈরি করে আদালত এলাকায় বোমা বিস্ফোরণ ঘটান এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে একজন আইনজীবীর দিকে পিস্তল তাক করে হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় আদালতের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী সমাজে উত্তেজনা তৈরি হয়। মামলার শুনানিতে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Header Ad
Header Ad

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই

প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথির মা এস ইউ এফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ছবি: সংগৃহীত

প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথির মা এস ইউ এফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক নানা জটিলতায় ভুগে এক সপ্তাহ আগে মুকরেমা রেজা হাসপাতালে ভর্তি হন। তাঁর একমাত্র কন্যা শামিলা রহমান গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন মায়ের চিকিৎসার জন্য।

আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মুকরেমা রেজা দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তাঁর স্বামী প্রকৌশলী এইচ এম হাসান রেজা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (সাবেক ডিআইটি) কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৭ সালের মার্চে ইন্তেকাল করেন।

মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁরা পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী