চুয়েটে ‘ফোটোনিক ক্রিস্টাল ফাইবার’র ভূমিকা নিয়ে ভার্চুয়াল সেমিনার
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে ‘ফাইবার শিল্পে ফোটোনিক ক্রিস্টাল ফাইবারের ভূমিকা’ শিরোনামের একটি ভার্চুয়াল সেমিনার হয়েছে।
৩ এপ্রিল রবিবার, ২০২২ তারিখ সকাল সাড়ে ১০ টায় অনলাইন প্ল্যাটফর্মে এর আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বিশেষ অতিথি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
সভাপতি ছিলেন ইটিই’র বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন।
কি-নোট ম্পিকার ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র ইইই বিভাগের
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উপস্থাপনা করেছেন চুয়েটের ইটিই বিভাগের প্রভাষক তাইয়্যেবা তাহের।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘বিশ্বে এখন এই তথ্য ও প্রযুক্তির যুগ চলছে। অত্যন্ত দ্রুত বৈশ্বিক এই পরিবর্তনের পেছনে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ পালন করছে। বিশেষত অপটিক্যাল ফাইবার প্রচলিত যোগাযোগে দারুণ পরিবর্তন ঘটিয়েছে। তবে ফোটোনিক ক্রিস্টাল ফাইবার যা পিসিএফ নামে পরিচিত, তার মাধ্যমে স্পেকট্রোস্কোপি, মেট্রোলজি, বায়ো-মেডিসিন, ইমেজিং, টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং, মাল্টি-ফাংশনাল সেন্সিং অ্যাপ্লিকেশনসহ সামরিক প্রযুক্তি তৈরি করা হচ্ছে। এসব খাতে পিসিএফর ব্যবহার হচ্ছে অনেক বেশি।’
তিনি আরো বলেছেন, “সম্প্রতি বাংলাদেশে টেলিটক ৫জি নেটওয়ার্ক চালু করেছে। তাতে অপটিক্যাল ফাইবারের বদলে পিএফসি ব্যবহার করা হয়েছে। তাই আমাদের এখনই উপযুক্ত সময়, যাতে ভবিষ্যত ফাইবার শিল্পের পিসিএফ’র প্রত্যাশিত ভূমিকার উপর লক্ষ্যস্থির করা যায়।”
ওএস।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)