বাউয়েটে হলো যুক্তরাষ্ট্রে পড়তে যাবার কারণ ও সুযোগের সন্ধান
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত নাটোরের কাদিরাবাদের দয়ারামপুরের বাগাতিপাড়ার ‘আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-বাউয়েট’র ক্যারিয়ার ক্লাব ‘রোড টু ইউএস ইউনিভার্সিটিজ : অপরচুনিটিজ অ্যান্ড প্রিপারেশন স্টাটেজিস’ বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাবার সুযোগ ও প্রস্তুতি কৌশলগুলো’ নামের বিশেষ ক্যারিয়ার সেশনের আয়োজন করেছে।
প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. মোস্তফা কামাল।
আরো ছিলেন প্রক্টর স্যার, অনুষদগুলোর ডিন ও বিভাগগুলোর প্রধান, বিভাগের অধ্যাপকরা ও বাউয়েট ক্যারিয়ার ক্লাবের সদস্যরা।
পরিচালনা করেছেন ইএমকে সেন্টারের এডুকেশন আউটরিচ প্রগ্রাম কো-অর্ডিনেটর রুহুল আমিন।
সঙ্গে ছিলেন বাউয়েটের ‘মেকারল্যাব’র আউটরিচ অফিসার শামসুন নাহার।
তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মান, সেখানে নানা বিষয়ে পড়তে যাবার কারণ, সুবিধা ও উপায়গুলো সম্পকে আলোচনা করেছেন।
এরপর ছিল প্রগ্রামটি নিয়ে কুইজ।
তাদের মধ্য থেকে সেরাদের পুরস্কার দিয়েছেন ভিসি স্যার।
তিনি এই ধরণের শিক্ষা, গবেষণা উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও পরিচালনা করা হবে বলে জানিয়েছেন।
অধ্যাপক মো. মোস্তফা কামাল ক্যারিয়ার আলোচনাটির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
ওএস।