গুচ্ছ পরীক্ষায় গেলে ভর্তি কাযক্রম থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিরত থাকবে
লেখা ও ছবি : রায়হান মাহবুব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০২১-’২২ শিক্ষাবষের ভর্তি পরীক্ষায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের সেরা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষাতে যেন না যায়, সেদিকে মতামত প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা আরো ঘোষণা করেছেন, এই সিদ্ধান্ত না মানলে ভর্তি পরীক্ষায় ও এই সংক্রান্ত কোনো কাজে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে না। এই ঘোষণাগুলো তারা প্রদান করেছেন ৩ এপ্রিল ২০২২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যালয়ে।
এই সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন তাদের লিখিত বক্তব্যে জানিয়েছেন, ‘আমাদের দেশের ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এখানে একটি ইউনিট গুচ্ছ পরীক্ষা ব্যবস্থাপনার বাইরে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করেছে, সেটি আমাদের সামগ্রিক ভর্তি কার্যক্রমের ও প্রক্রিয়ার সঙ্গে অসামঞ্জস্যপূণ হয়েছে।’
এই সময় তিনি জানিয়েছেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় আইন’ অনুসারে ২০২১-২২ শিক্ষাবষের ভর্তি পরীক্ষাও বরাবরের মতো নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণের জন্য আমরা শিক্ষক সমিতি জোর দাবি জানানোর সিদ্ধান্ত এই সভা থেকে গ্রহণ করছি।”
এই সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ‘আমাদের অভিজ্ঞতা-গুচ্ছ ভর্তি পরীক্ষায় সুফলের বদলে ভর্তি হতে চাওয়া পরীক্ষা দিতে আসা ছাত্র, ছাত্রীদের ভোগান্তি বেশি হয়েছে।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান জানিয়েছেন, ‘গুচ্ছ মাধ্যমে সঠিকভাবে ভর্তি কাযক্রম সম্পন্ন করা সম্ভব নয়।’
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরো বলেছেন, ‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবার জন্য দাবী জানিয়েছি। আমাদের এই বিশেষ ও অত্যন্ত প্রয়োজনীয় দাবীটি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষক সমিতি অবহিত করেছে। আমরা তাদের সঙ্গে এই বিষয়ে অতি দ্রুত আলোচনায় বসবো। তারপরও তারা যদি গুচ্ছাকারে আমাদের ভর্তি পরীক্ষায় অংশ নেন, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ভর্তি পরীক্ষার সব কাযক্রম থেকে বিরত থাকবে’ বলে তিনিও ঘোষণা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এই অত্যন্ত গুরুত্বপূণ সংবাদ সম্মেলনে সদস্যদের মধ্যে যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ অংশ নিয়েছেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মাও বলেছেন, ‘গুচ্ছ পদ্ধতির পরীক্ষার ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরো বেড়েছে। তবে আমার মতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করলে এমন সংকট তৈরি হত না। ’
গুচ্ছ পরীক্ষা না নিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ‘আমাদের শিক্ষকদের এই দাবিগুলোর একটি চিঠি হাতে পেয়েছি। তাদের এই দাবির সঙ্গে আমিও একমত। কয়েকদিন পর আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিংটি আছে, সেখানে দাবিগুলো আমি উত্থাপন করব।’
ওএস।