মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সতর্ক না হলে সমূহ বিপদের সম্ভাবনা

ভারতের একটি টেলিভিশন চ্যানেলে ‘রাধাকৃষ্ণ’ নামের সিরিয়ালটি সময় পেলে মাঝেমধ্যে দেখে থাকি। হংস নামের এক অসুরের ভাইয়ের নাম ডিম্বক। কৃষ্ণ একজন নারীকে (রাধা) অসম্মানের দায়ে হংসকে বধ করার পর যখন ডিম্বককে শাস্তি দিতে যাচ্ছিলেন তখন ডিম্বক কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেও কৃষ্ণ তা না শোনায় রাধা ক্ষমা করে দিতে কৃষ্ণকে অনুরোধ করেন। কৃষ্ণ রাধার অনুরোধ উপেক্ষা করতে পারেননি, ডিম্বক মুক্তি পায়। কিন্তু কৃষ্ণ রাধাকে হুঁশিয়ার করে দিয়েছিলেন যে ডিম্বককে ক্ষমা করে দেওয়া ভবিষ্যতে এক মহাবিপর্যয় ডেকে আনতে পারে। পরে তাই ঘটেছিল। ইতিহাসে এমন অনেক ঘটনার কথাই আমরা জানি।

১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন শান্তি কমিটির লোকজন, রাজাকার, আল-বদর, আল-শামস, পাকিস্তানপন্থী বেসামরিক ও সামরিক আমলা, প্রভৃতি কি ভূমিকা রেখেছিল সেসব আমরা এখনো ভুলে যাইনি। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অধিকাংশকেই ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওইসব স্বাধীনতা বিরোধীরা নিজেদের সংশোধনের পরিবর্তে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বা আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে। তাদের জোট ধীরে ধীরে বিস্তৃত ও শক্তিশালী হতে থাকে। আর সেই ক্ষমার জন্য জাতিকে অনেক মূল্য দিতে হয়েছে এবং এখনো নানাভাবে দিয়ে যাচ্ছে।

আমরা জানি মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের বিভিন্ন দূতাবাসে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি কূটনীতিবিদ বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে পাকিস্তানের ওইসব দূতাবাস ত্যাগ করেছিলেন। অন্যদিকে, পাকিস্তানের প্রতি অনুগত থেকে কয়েকজন বাঙালি কূটনীতিবিদও পাকিস্তান সরকারের চাকুরিতে বহাল থেকেছেন। বাংলাদেশ স্বাধীন হলে অন্তরে বিদ্যমান পাকিস্তান প্রেম নিয়েই তাদের অধিকাংশ বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা করে দিলে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তাদের কেউ পররাষ্ট্র সচিবও হন। এমনকি, একজন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীও হয়েছিলেন। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়েই নয় অন্যান্য মন্ত্রণালয়েও এমন অনেকে ছিলেন। তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে আসীন হলেও মনেপ্রাণে ছিলেন পাকিস্তানি, নিজেদের বাঙালি করতে পারেননি, বাংলাদেশকে ভালোবাসতে পারেননি। যে উদ্দেশে বঙ্গবন্ধু ওইসব কর্মকর্তাকে শোধরানোর সুযোগ দিয়েছিলেন তা না করে তারা ভেতরে ভেতরে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই কাজ করে গেছেন। অবসরে যাওয়ার পর যারা এখনো জীবিত রয়েছেন তাদের আমরা একই ধারায় চলতে দেখছি।

এ ছাড়া, আরেকটি গ্রুপ ছিল নিজেদের দলের মধ্যে, অর্থাৎ মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের মধ্যে। ওই গ্রুপে ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন যারা ভেতরে ভেতরে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানি হয়ে থাকতে চেয়েছিলেন তারা এবং স্বাধীনতার পর যারা ওই পুরাতনদের সঙ্গে হাত মিলিয়েছেন। এখানে তেমনি একটি ঘটনার কথা উল্লেখ করতেই হচ্ছে।

১৯৭১-এর সেপ্টেম্বর মাস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে চলছে। সাত/আট জনের একটি দলকে সঙ্গে নিয়ে খন্দকার মোশতাক আহমদ দমদম বিমান বন্দরে হাজির হলেন নিউইয়র্ক যাওয়ার জন্য। তার উদ্দেশ ছিল বিশ্ববাসীকে অবগত করানো যে স্বাধীনতা নয়, বরং পাকিস্তানের সঙ্গেই বাংলাদেশ থাকতে চায়। যাহোক ভারতীয় গোয়েন্দাদের তৎপরতায় খন্দকার মোশতাকের সেদিনের ইচ্ছাটি পূরণ করা সম্ভব হয়নি, বিমানবন্দর থেকেই তাদের ফিরে আসতে হয়েছিল। ওই ঘটনা তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দের না জানার কথা নয়। কিন্তু তারা কি ওই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছিলেন বা কোনো ব্যবস্থা নিয়েছিলেন? মোশতাককে ক্ষমা করে দেওয়া হয়, মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আর সেই সুযোগের আড়ালে সে বঙ্গবন্ধুর বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হয়। নিজেকে শোধরানোর কথা না ভেবে নিজের নেতাকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হলেন। সেদিন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অনেক সদস্যই মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল এম এ জি ওসমানী মোশতাকের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন। দুই সপ্তাহ পর জাতীয় সংসদের স্পিকার আবদুল মালেক উকিলের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল আন্তঃসংসদীয় ইউনিয়নের বার্ষিক অধিবেশনে যোগ দিতে লন্ডন যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এই ছিল দল ও দলনেতার প্রতি আনুগত্যের নমুনা। যে লক্ষ্য ও চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার প্রতি আস্থার নিদর্শন।

এভাবে সেদিন যেসব পাকিস্তান-বিশ্বাসী নেতা ও কর্মকর্তাদের হাতে নবীন বাংলাদেশের দায়িত্ব দেওয়া হলো, তাদের কর্মকাণ্ড মনিটর করার কোনো ব্যবস্থা কি প্রশাসনের কাঠামোতে রাখা হয়েছিল? তারা কি বাংলাদেশকে ভালোবাসতে পেরেছিলেন? না কি তারা পাকিস্তানের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে থেকে কাজ করে যাচ্ছিলেন? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকা সেসব গ্রুপ যে একটি নেটওয়ার্কের মধ্যে এসে দিন দিন শক্তিশালী হচ্ছিল সে খবর রাখার কি কোনো ব্যবস্থাই ছিল না? জানিনা দেশ পরিচালনার নেতৃত্বে থাকা ব্যক্তিদের চিন্তা-চেতনায় কেন এসব বিষয় ধরা পড়েনি। তারা দেখতে পেলেন না যে তাদেরই চোখের আড়ালে ঈশান কোনে অল্প অল্প করে মেঘ জমতে শুরু করেছে? না কি জানা সত্ত্বেও নিরব থেকেছিলেন?

গত ৩১ আগস্ট জাতীয় সংসদ অধিবেশনে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে অবাক লাগে যারা খুনিদের ক্ষমতা দিয়ে মন্ত্রী বানায়, গণতন্ত্রকে হত্যা করে সেনা শাসন আনে, এদের সঙ্গে কীভাবে অনেক মানুষ চলে গেল? আমরা বাবা-মা-ভাই সব হারিয়েছি। আমরা মামলা করতে পারিনি, বিচার চাইতে পারিনি। তাদের নিয়ে ক্ষমতায় বসায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে কথা বলে। আর তারাই হয়ে গেল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীতে একের পর এক ক্যু হয়েছে। বহু সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। অনেকের লাশ পায়নি। ঢাকা জেলে প্রতিদিন ১০-২০টা করে হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। মামলার নামে প্রহসন হয়েছে। হত্যাকাণ্ডের পরে মামলা দেওয়ার ঘটনাও হয়েছে। এ হত্যাকাণ্ডে স্বাধীনতাবিরোধী ও যাদের আমরা পরাজিত করেছি, তাদের হাত ছিল।’

গত ২৩ আগস্ট কুমিল্লায় সাত তরুণ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগ দিতে ঘর ছেড়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে। দেশের অন্যান্য এলাকা থেকেও প্রায়শই এ ধরনের খবর পাওয়া যায়। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বা অন্যের প্ররোচনায় জঙ্গি সংগঠনে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া এদেশের তরুণদের জন্য নতুন কিছু নয়। আমাদের মনে আছে ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলার কথা। প্রশ্ন হচ্ছে কারা এদের উগ্রবাদের দিকে টেনে নিচ্ছে? নিশ্চয়ই তারা রাজনীতির আবরণেই আমাদের মাঝে থেকে এই তৎপরতা চালাচ্ছে। দেশের বাইরেও যে তাদের নেটওয়ার্ক রয়েছে তাতে সন্দেহ নেই। তাই দেশের অভ্যন্তরে যারা মূলহোতা হিসাবে কাজ করছে তাদের উৎপাটন করতে না পারলে এ ধারা চলতেই থাকবে।

ষড়যন্ত্রকারীরা যে এখনো এদেশের মাটিতে বিরাজ করছে না তা কি কেউ বুকে হাত রেখে বলতে পারবেন? নিশ্চয়ই না। আমাদের মনে রাখতে হবে তাদের তৎপরতা কিন্তু থেমে নেই। যে কোনো সময়ই ছোবল মারতে পারে। ঘরের ভেতর যেমন ষড়যন্ত্রকারীরা রয়েছে, তেমনি বাইরে থেকে ইন্ধন যোগানই নয় সার্বক্ষণিক সমর্থন ও সহযোগিতা দেওয়ার সংযোগও রয়েছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুটা সজাগ থাকলেও জানিনা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের অভ্যন্তরে এ সব কাজকর্ম মনিটর করার কোনো বিশ্বাসযোগ্য ব্যবস্থা রয়েছে কিনা। বাস্তবতা হলো, নানা অবয়বে ওইসব লোক সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থান ধারণ করে ছড়িয়ে রয়েছে, নির্বিঘ্নে নিজেদের করণীয় করে যাচ্ছে যারা দেশ চালাচ্ছেন তাদের সহযোগিতায় তাদেরই আশীর্বাদপুষ্ট হয়ে। নির্দ্বিধায় বলা যায় যে, সেদিন এটা যেমন সত্য ছিল, এখনো একই স্রোতে তা বহমান রয়েছে। আমরা শুধু অঘটন ঘটলেই জানতে পারি তার ব্যাপকতা এবং ধ্বংসমাত্রা। আর ভুক্তভোগী খেসারত দিয়ে যান তার লোকজনদের উপর সরল বিশ্বাসের প্রতিদান হিসাবে।

বলতে দ্বিধা নেই যে শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সরকারের প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিগুলোও নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। দেশের গোপনীয়তা পাচার করছে। সংখ্যায় এখন তারা কিন্তু মোটেও কম নয়। তাদের ভেতরের আসল চেহারা ঢেকে রেখে সরকা্রের (এমনকি প্রধানমন্ত্রীর) কাছে তাদের নিজেদের লোক হিসাবে উপস্থাপন করা হয়। এর পেছনে মুখ্য ভূমিকা পালন করেন উপরের স্তরের রাজনৈতিক ব্যক্তিরা বা সরকারের ঘনিষ্ঠ আমলারা। গত কয়েক দশক ধরেই এ ধারা অব্যাহত রয়েছে। এসবক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে ব্যক্তি সম্পর্ককেই গুরুত্ব দেওয়া হয়। আসল পরিচয় আড়ালে রেখে এসব লোক সুযোগের সদ্ব্যবহার করে যে কারো কোনো ক্ষতি করবে না বা বড় কোনো বিপর্যয় ডেকে আনবে না তার নিশ্চয়তা কে দেবে? তাই সতর্ক না হলে যে কোনো মুহূর্তেই বিপদ ঘটার সম্ভাবনা। আর আমরা তা দেখতে চাই না।

লেখক: সাবেক রাষ্ট্রদূত

আরএ/

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের ব্যাটিং জাদুতে দুর্দান্ত জয় পেল ফরচুন বরিশাল। মিরপুরে প্রথম দুই ম্যাচে বড় অবদান রাখতে না পারলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজ রূপে ফিরেছেন বরিশাল অধিনায়ক। তার অসাধারণ ৮৬ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি রেখেই দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল।

সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে তামিমের দায়িত্বশীল ইনিংসের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে বরিশাল। তামিমের ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং ৩টি ছক্কায়। তার সঙ্গে মুশফিকুর রহিমের ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসও ছিল জয় নিশ্চিত করার পথে সহায়ক।

এদিন বরিশাল দল একাদশে পরিবর্তন এনে শান্তকে বাদ দিয়ে তামিমের সঙ্গে প্রিতম কুমারকে ওপেনিংয়ে পাঠায়। যদিও প্রিতম ব্যর্থ হন এবং কাইল মেয়ার্স ২৪ রান যোগ করলেও তার বিদায়ের পর তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪০ রানের এবং মুশফিকের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটি জয় নিশ্চিত করে।

রাজশাহীর ইনিংসে অধিনায়ক এনামুল হক বিজয় ৩৫ বলে ৩৯ রান করলেও তার ধীর গতির ব্যাটিং দলের রান সংগ্রহে বাধা সৃষ্টি করে। ইয়াসির আলী ২৩ বলে ৩৯ রান এবং জিসান আলম ২৭ বলে ৩৮ রান করেন। বরিশালের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ছিলেন সেরা, ২০ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

তামিমের নেতৃত্বে এই জয়ে ফরচুন বরিশাল ফের জয়ের ধারায় ফিরলো এবং দলটির আত্মবিশ্বাসও বেড়ে গেলো। বিপিএলের বাকি ম্যাচগুলোতেও তামিম ও তার দলের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি