সরকার হওয়া উচিত জবাবদিহিমূলক
আমরা মনে করি যে, যেকোনো সরকারেরই জবাবদিহিমূলক হওয়া উচিত। জবাবদিহিমূলক সরকার হওয়ার জন্য জনগণের কণ্ঠস্বর শুনতে হবে। সেটির জন্যই বিরোধী দল প্রয়োজন। তাদের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর সর্বত্র পৌঁছায়।
এখানে বিরোধী দলকে সেভাবে বাকস্বাধীনতা এবং সকল ধরনের স্বাধীনতা দিতে হবে। যাতে করে তারা জনগণের হয়ে মত প্রকাশ করতে পারে। জনগণের হয়ে ক্ষোভ প্রকাশ করতে পারে। জণগনের হয়ে প্রশংসা করতে পারে। সবই যেন জনগণের হয়ে করতে পারে, সেজন্য সরকারের দ্বার উন্মুক্ত করা উচিত। তা না হলে সরকারের কাছে জনগণের ভিউ টুকু পৌঁছায় না। সরকারি সিদ্ধান্তও সঠিকভাবে গ্রহণ করা হয় না। যে কারণে জনস্বার্থমূলক কার্যক্রম সরকার গ্রহণ করলে সেটিও সেভাবে কার্যকর হয় না।
আমাদের দেশে যে সকল রাজনৈতিক দল আছে, তাদের দলমত নির্বিশেষে কাজ করতে দিতে হবে। সরকারের পক্ষে বিপক্ষে কথা বলতে দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা সেটি দেখতে পাই না। শেখ হাসিনা সরকার মুখে যতই বলুক সত্যিকার অর্থে দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ নেই। সর্বত্র বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজিত। রাজনৈতিক অস্থিরতা দেশের জন্য ক্ষতিকর। এতে দেশের উন্নয়ন কার্যক্রমও ব্যহত হয়।
মানুষ শান্তিতে বাস করতে পারে না। জনকল্যাণ ব্যহত হয়। আমরা আরও একটি বিষয় যেটি নিয়ে আতংঙ্কিত বোধ করছি, সেটি হলো যাদের রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই, সেভাবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, রাজনৈতিক চর্চা নেই তারাই আজ রাজনীতিতে বেশি সরব। রাজনৈতিক সহিংসতার কারণ আসলে সেটিই। এগুলো দূর করতে হবে। আমি মনে করি এ মুহূর্তে রাজনৈতিক সংস্কার জরুরি হয়ে উঠেছে। তা না হলে রাজনীতিতে সুস্থ পরিবেশ ফিরে আসবে না । রাজনৈতিক মতাদর্শে বিভেদ আরও বাড়তে থাকবে। কাজেই আমি মনে করি, একটি রাজনৈতিক মতানৈক্য সৃস্টি করতে , দেশের রাজনীতিকে কলুষতামুক্ত করতে এবং সুস্থ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে রাজনৈতিক সংস্কার জরুরি।
আমি মনে করি, দেশের স্বার্থে উচিত হবে যে জবাবদিহিতামূলক সরকার ও তাদের জবাবদিহিতাগুলো জনগণের কাছে। আর সেটি হয়ে থাকে তাদের অর্থাৎ জনপ্রতিনিধিদের মাধ্যমে। বিভিন্ন যেসকল রাজনৈতিক দল, নির্বাচিত সংসদ সদস্য, সকলের জন্যই সরকারকে তার দরোজা খোলা রাখতে হবে। যাতে করে তারা তাদের কন্ঠস্বর ঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারে। সেটি আমাদের দেশে বেশ কিছু কারণে ব্যহত হয়েছে। যে কারণে সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে বলে মনে হয় না। যে কারণে সরকারের সব সিদ্ধান্তও সঠিক হচ্ছে বলে মনে হয় না।
আমরা মনে করি যে, সরকার এটি উপলব্ধি করবে। বিরোধী দলকে কথা বলতে দেবে। বিরোধী দলগুলো যাতে তাদের কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারে, তাদের সব ধরনের কর্মসূচি সঠিকভাবে পালনের জন্য সব ধরনের সর্বাত্মক সহযোগিতা করবে।
লেখক: চেয়ারম্যান, জাতীয় পার্টি