মাহবুব তালুকদার একজন সৃজনশীল মানুষ ছিলেন
কবি মাহবুব তালুকদারের মৃত্যু খুবই আকস্মিক মনে হচ্ছে। তিনি আমার অতি কাছের বন্ধু মানুষ ছিলেন। তিনি আমার ছেলেরও বন্ধু ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এটি আমি জানতাম।
ভেবেছিলাম নিশ্চয় সুস্থ হয়ে ফিরে আসবেন। আমি এখনই খবরটি পেলাম। এখনো বিশ্বাস করতে পারছি না। তিনি বাংলা একাডেমিসহ সাহিত্যে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছিলেন। তিনি গদ্য পদ্য উভয়ক্ষেত্রেই বাংলাদেশের একজন পরিণত এবং সুদক্ষ লেখক ছিলেন।
আমরা মনে করি, বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি। কবি মাহবুব তালুকদার সেই সম্মানে সম্মানিত হয়েছিলেন। তিনি বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেও তিনি নিজ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষত, তিনি একজন আমলা ছিলেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা জানি তিনি কর্মকর্তা হিসেবে প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন ছিলেন।
নির্বাচন কমিশনের সম্মানিত কমিশনারও ছিলেন তিনি। সব জায়গায় তিনি নিজের বিচার বুদ্ধিকে প্রয়োগ করে কাজ করেছেন সেটি আমি লক্ষ্য করেছি। তিনি আমাদের সমাজের বোধ বুদ্ধি সম্পন্ন প্রচার বিমুখ একজন মানুষ। আমরা তাকে হারিয়েছি এটি আমাদের জন্য বিশেষ করে আমার জন্য শোকের।
দেশ ও জাতিও একজন সচেতন নাগরিক এবং সৃজনশীল একজন মানুষকে হারিয়েছে। আমি তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং কামনা করছি, তিনি যেন চিরশান্তিতে থাকেন।
লেখক: মহাপরিচালক, বাংলা একাডেমি