আইনশৃঙ্খলা বাহিনীর আচরণগত পরিবর্তন দরকার
সিনহা হত্যাকাণ্ড বিষয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ সেটি আমার এখতিয়ার নয়। তবে রায় নিয়ে যদি বলি, দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি এটি একটি ভাল দৃস্টান্ত হয়েছে। শেষ পর্যন্ত এই রায় অব্যাহত থাকবে কি না সেটি দেখার বিষয় রয়েছে। কারণ, যেহেতু আপিলের একটি সুযোগ আছে। সেই বিষয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার একটি বিষয় আছে।
পুলিশ প্রশাসনে যে ব্যাপক দুর্নীতি বিরাজ করে, সেটি কিন্তু নতুন কোনো সংবাদ নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলা যায়, এমন কোনো দুর্নীতি নাই যেটি পুলিশ প্রশাসনে হচ্ছে না। যে কারণে এটি বলা যাবে না যে, সিনহা হত্যার এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমনটি প্রত্যাশিত নয় যে, এরা আইনের রক্ষক হয়ে আইনের ভক্ষক হবেন। কাজেই এটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশ কর্তৃপক্ষের। সেই দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটিকে একটি দৃষ্টান্ত হিসেবে ধরা যায়। কাজেই আমি আশা করব, শিষ্টাচার ও আইনের প্রতি শ্রদ্ধাশীলতা নিশ্চিতের জন্য একটি অভিযান পরিচালনা করা দরকার।
তাদের সাংস্কৃতিক পরিবর্তন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন এবং অবশ্যই আচরণগত পরিবর্তন দরকার। সর্বোপরি তাদের নৈতিক আচরণের পরিবর্তন দরকার । এগুলোকে বিবেচনায় নিয়ে পুলিশ কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবেই উদ্যোগ গ্রহণ করবে বলে আমার প্রত্যাশা। মনে রাখতে হবে যে, পুলিশ প্রশাসনে যারা আছেন, তারাও কিন্তু দেশের নাগরিক। সকল নাগরিকের অধিকার সংরক্ষণ করা আইনের কাজ। পুলিশ প্রশাসনের কাজ সেটিকে সুরক্ষিত করা। সেটি তারা লঙ্ঘন করছে তার কারণ হচ্ছে যে, লঙ্ঘন করে পার পাওয়া যায়। একটি দুটি ঘটনা ছাড়া অধিকাংশ নাগরিক যে ন্যায় বিচার পেয়েছে, সুরক্ষা পেয়েছে তা কিন্তু নয়।
দুর্নীতির জন্য জবাদিহিতা এ রকম দৃষ্টান্ত কিন্তু খুবই কম দেখা। অপরাধের শাস্তি হিসেবে দেখা যায়, সাময়িকভাবে বরখাস্ত অথবা বদলি করে দেওয়া হয়। বাস্তবে এটি কোনো শাস্তি নয় বরং এটি অন্যভাবে প্রকারান্তরে একধরণের পুরস্কার। অন্যায় দুর্নীতি তথা আইন লঙ্ঘনে তাদের সুযোগ করে দেওয়া হয়।কাজেই আমি মনে করি এগুলো বন্ধ না হলে, প্রশাসনিক দায়বদ্ধতা আরও বেশি রসাতলে যাবে।
যেটি একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের মৌলিক ভিত্তির জন্য হুমকিস্বরূপ মনে করি। কাজেই আইনের শাসন নিশ্চিত করা যাদের কাজ তারা যদি, আইনের লঙ্ঘন করে, এবং যদি প্রতিকার না হয়, সেটি দেশের জন্য ও গণতন্ত্রের জন্য ক্ষতিকারক।
লেখক: নির্বাহী পরিচালক, টিআইবি