সাহিত্যিক প্রফুল্ল কুমার সরকার ছিলেন ‘আনন্দ বাজার’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক
প্রফুল্ল কুমার সরকার ছিলেন একজন সুসাহিত্যিক এবং ‘আনন্দ বাজার’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি ১৮৮৪ সালে কুষ্টিয়ার কুমারখালী শহরে জন্মগ্রহণ করেন। পিতা প্রসন্ন কুমার সরকার। প্রফুল্ল কুমার সরকার কুমারখালী মথুরানাথ হাইস্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি ১৯০৫ সালে বিএ এবং ১৯০৭ সালে বিএল পাস করে কলকাতায় আইনপেশায় যুক্ত হন। কিছুদিন পর আইনপেশা ছেড়ে দিয়ে উড়িষ্যার চেন-কানাল রাজপরিবারে দেওয়ান পদ গ্রহণ করেন। ১৯১২ সালের দিকে ওই চাকরি ছেড়ে কলকাতায় চলে আসেন।
স্বাধীনতা সংগ্রাম জোরদার করার মানসে বন্ধু সুরেশচন্দ্র মজুমদারের সহযোগিতায় ১৯১২ সালে তিনি কলকাতা থেকে দৈনিক ‘আনন্দ বাজার’ পত্রিকা প্রকাশ করেন। ১৩ মার্চ ১৯১২ সালে যার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ব্রিটিশ শাসনের শৃঙ্খল মোচনে ‘আনন্দ বাজার’ পত্রিকার এই নির্ভীক সম্পাদকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তিনি বিপ্লবীদের সমর্থন করেন এবং বাঘা যতীনের প্রতি ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় কারাদণ্ড ভোগ করেন। সাহিত্যিক প্রফুল্ল কুমার সরকারের উল্লেখযোগ্য গ্রন্থ ‘ভ্রষ্টলগ্ন’, ‘অনাগত’, ‘বালির বাঁধ’, ‘জাতীয় আন্দোলনে রবীন্দ্রনাথ’, ‘বিদ্যুৎ লেখা’ ও ‘লোকারণ্য’।
সাহিত্যিক প্রফুল্ল কুমার সরকার ‘আনন্দ বাজার’ পত্রিকায় নিয়মিত যে সব সম্পাদকীয় লিখেছিলেন তারও ঐতিহাসিক মূল্য রয়েছে। তাঁর স্ত্রী কংগ্রেস নেত্রী নির্ঝারণী দেবীও ছিলেন একজন সুলেখিকা। ১৯৫৯ সাল থেকে প্রফুল্ল কুমার সরকারের পুত্র অশোক কুমার সরকারের সুযোগ্য সম্পাদনায় ‘আনন্দ বাজার’ পত্রিকা ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় পত্রিকার মর্যাদা লাভ করেছে। অশোক কুমার সরকার অসুস্থ হয়ে মারা গেলে সেই দিন থেকেই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন তাঁর ছেলে অভীক সরকার। ‘আনন্দ বাজার’ প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফুল্ল কুমার সরকার ১৩ এপ্রিল ১৯৪৪ সালে মৃত্যুবরণ করেন।
লেখক: ইতিহাস গবেষক ও প্রাবন্ধিক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন