জামালপুরে গোল বেগুনের বাম্পার ফলন
জামালপুরে চলতি বছরে গোল বেগুনের বাম্পার ফলন হয়েছে। সুস্বাদু হওয়ায় দিন দিন এ বেগুনের চাহিদা বেড়েই চলেছে। লাভজনক হওয়ায় গোল বেগুনের চাষ বেড়েছে দ্বিগুণ।
জামালপুর জেলার ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ এবং সদর উপজেলার চরাঞ্চলে গোল বেগুনের ব্যাপক চাষ হয়েছে। চলতি বছর শীতের শুরু থেকেই গোল বেগুন বাজারে উঠছে। দামও ভালো পেয়েছেন কৃষকরা।
প্রতিমণ গোল বেগুন বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা গোল বেগুন কিনে নিয়ে যাচ্ছেন। অন্য বেগুনের চেয়ে গোল বেগুনের দাম সবসময়ই বেশি।
সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল চরের গোল বেগুন চাষী ইলিয়াস বলেন, ‘বেগুনের চাষ ভালো হয়েছে। ফলনও ভালো। আশা করছি, দ্বিগুণ লাভ হবে।’
জগন্নাথগঞ্জ পুরাতনঘাটের তরকারি বিক্রেতা সোলায়মান হোসেন বলেন, ‘অন্য বেগুনের চেয়ে গোল বেগুনের ক্রেতার আগ্রহ বেশি। গোল বেগুনের চাহিদা সারা বছরই থাকে। তাই দোকানে অন্য বেগুন না রাখলেও ক্রেতার ব্যাপক চাহিদার ফলে গোল বেগুন দোকানে রাখতে হয়।’
চাষী মুকুল মিয়া বলেন, ‘প্রথম প্রথম ক্ষেত থেকেই খুচরা পাইকাররা তাদের চাহিদা মতো গোল বেগুন কিনে নিতেন। এখন আমদানি বেশি। তাই বাজারে নিতে হয়। প্রতি বছরের মতো চলতি বছরেও দেড় বিঘা জমিতে গোল বেগুনের চাষ করেছি। ফলন ও দামও ভালো হয়েছে।’
জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নিতাই চন্দ্র বণিক জানান, চলতি বছর জেলায় ১৭ হাজার ৫০০ হেক্টর জমিতে শাক-সবজির চাষ হয়েছে। গোল বেগুন চাষ হয়েছে ৪ হাজার ৪৫০ হেক্টর জমিতে। দাম ভালো থাকায় দ্বিগুণ লাভবান হয়েছে কৃষকরা।
এএলএল/এমএসপি