জামালপুরে ভুট্টার বাম্পার ফলন
চলতি মৌসুমে জামালপুরের ৭টি উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অল্প দিনে কম খরচে কৃষকরা ভুট্টা চাষে ভালো দাম পাওয়ায় সাড়া ফেলেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় চলতি মৌসুমে মোট ১৭ হাজার ৪৬৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার হেক্টর জমি। তার চেয়েও ৪ হাজার ৪৬৩ হেক্টর জমি বেশি চাষ হয়েছে।
চাষিরা জানান, অন্য ফসলের চেয়ে ঝামেলা কম থাকায় কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন। বিঘাপ্রতি জমিতে ৮ হাজার থেকে ১২ হাজার টাকা খরচ হয়। ভুট্টার ফলন হয় ৩৫-৪৫ মণ। দামও ভালো।
কৃষক মোমিন মিয়া বলেন, ভুট্টা চাষে লাভ বেশি। প্রতি বিঘা জমিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা খরচ হয়। বিঘায় ফলন হয় ৩০ মণ থেকে ৫০ মণ। খরচ বাদে চার ভাগের তিন ভাগই লাভ থাকে।
এ প্রসঙ্গে জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজোয়ান জানান, আবহাওয়া অনুকূল থাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
এ ব্যাপারে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ বলেন, আগে যেসব জমিতে মসুর ডাল, আখ, তিল ও খেসারি চাষ হতো, এখন সেখানে ভুট্টার রাজত্ব। কারণ ভুট্টা চাষে কৃষকরা বেশি লাভবান হয়ে থাকেন।
এসআইএচ