বোরো আবাদে খরচ বৃদ্ধি, উৎকণ্ঠায় নওগাঁর কৃষক
চলতি মৌসুমে বোরো আবাদে খরচ বৃদ্ধিতে উৎকণ্ঠায় নওগাঁর কৃষকেরা। গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ টাকা বাড়তি গুণতে হচ্ছে তাদের। কৃষকেরা বলছেন, ডিজেল, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় ৪ থেকে ৫ হাজার টাকা বেশি খরচ হচ্ছে তাদের। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে বর্গা ধান চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে নওগাঁ জেলার ১১টি উপজেলায় ১ লাখ ৮৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার জেলায় জিরাশাইল, কাটারি, সম্পা কাটারি, ব্রি-২৮, ২৯, ৮১, ৮৬, ৮৮, ৮৯, ৯০, ৯২ এবং বঙ্গবন্ধু ধান-১০০ জাতের ধানের আবাদ করেছেন কৃষকরা।
জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ফসলের মাঠ যেন সবুজ চাদরে ঢাকা। বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। বিস্তীর্ণ এলাকাজুড়ে নজর কাড়ছে বোরো ক্ষেত। কৃষকের কর্মব্যস্ততা বেড়েছে তাদের রোপণ করা ফসল সঠিক সময়ে ঘরে তোলার। তবে বিদ্যুৎ, ডিজেল, কিটনাশক ও শ্রমিকসহ অন্যান্য কৃষিপণ্যের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটছে তাদের।
আত্রাই উপজেলার দমদমা গ্রামের পোস্ট মাস্টার আব্দুল লতিফ চাকরির পাশাপাশি কৃষি কাজও করেন। এবার তিনি সাড়ে চার বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও কীটনাশকের দাম বৃদ্ধি, জমি চাষ, লাগানো, নিড়ানিসহ বিভিন্ন কাজে গত বছরের চেয়ে এ বছর প্রতি বিঘায় প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা উৎপাদন খরচও বেড়ে গেছে। প্রতি মণ ধান ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি না হলে লোকসান গুণতে হবে।
বদলগাছী উপজেলার চাংলা গ্রামের কৃষক ওয়াহেদ এবার সাড়ে ৬ বিঘা জমি বর্গা (আদি) নিয়ে বোরো ধান রোপণ করেছেন। তিনি বলেন, গত বছর থেকে এ বছর বোরো ধান চাষে খরচ দ্বিগুণ বেড়েছে। জমিতে হাল চাষ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরির খরচ বেড়েই চলেছে। গত বছর ৭০০-৮০০ টাকায় বিঘা হিসেবে শ্রমিকের মজুরি ছিল। এবার তা বেড়ে ১৫০০ টাকা বিঘা হিসেবে নিচ্ছে। এ ছাড়াও সব ধরনের সারের দাম বেশি। কিটনাশকের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। গত বছর সেচ ছিল ১৫০০ টাকা বিঘা এবার নিচ্ছে ১৮০০ টাকা বিঘা। এখন একজন শ্রমিক এক বেলা খাওয়া দিয়ে ৫০০ টাকা দিতে হচ্ছে। সব মিলিয়ে এবার প্রতি বিঘা জমিতে ধান রোপণ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত প্রায় ১৬-১৭ হাজার টাকা খরচ হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ধান পাব ২০ মণ। এর মধ্যে জমির মালিককে বিঘাতে ৭ মণ করে ধান দিতে হবে। তাহলে ধান চাষ করে কী লাভ হবে। এবার ধানের মণ ৩০০-৪০০ টাকা বেশি না হলে কৃষকরা ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করেন তিনি।
একই গ্রামের কৃষক আবদুল আজিজ পাঁচ বিঘা জমিতে বোরো ধান রোপণ শুরু করেছেন। তিনি বলেন, সার, বীজ, কীটনাশক কোনোটাই এখন আর আগের দামে পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের দাম বাড়ায় জমিতে সেচের টাকার পরিমাণ বেড়েছে। শ্রমিকের মজুরি বেড়েছে। কৃষকরা এত টাকা কেমন করে যোগান দিবে। এখন বোরো আবাদে খরচ বৃদ্ধিতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ কৃষকদের অবস্থা।
মহাদেবপুর উপজেলার উত্তর-গ্রাম এলাকার কৃষক আমিনুর রহমান বলেন, সরকারের উচিত ছিল কৃষি এবং কৃষকের কথা চিন্তা করে ডিজেল ও বিদ্যুতের দাম নির্ধারণ করা। কিন্তু কেউ তো তা করছে না। এখন ডিজেল-বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের উপর দিয়েই ধকল যাচ্ছে। এভাবে যদি প্রতি বছর উৎপাদন খরচ বাড়তে থাকে, তাহলে চাষাবাদ ছেড়ে অন্য কিছু ভাবতে হবে।
রানীনগর উপজেলার মিরাট গ্রামের কৃষক শুকবার আলী বলেন, এবছর ধার-দেনা করে ৭ বিঘা জমিতে ধান চাষ করেছি। গত বছরের তুলনায় এবার প্রতি বিঘা বোরো আবাদের শুরুতেই তার খরচ বেড়েছে ২০০০ থেকে ২৫০০ টাকা। শ্রমিকের মজুরি গত বছর ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে থেকে ৫০০টাকা। ডিজেলের দাম বৃদ্ধিতে সেচ ও জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করায় খরচ অনেক বেড়েছে। এই ধার-দেনার টাকায় ধান কাটার পরেই তা বিক্রি করতে হয়। তখন আবার ধানের দামও পাওয়া যায় না। ধান ঘরে তোলার সময় শ্রমিক পাওয়া যায় না। শ্রমিককে বেশি টাকা দিয়ে ধান কেটে নিতে হয়। তাই এবছর সরকার কৃষকের দিকে নজর না দিলে কৃষকরা ‘মাঠে মারা যাবে’ বলে জানান।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা একেএম মঞ্জুরে মাওলা বলেন, জেলায় এ বছর বোরো ধানের ১ লাখ ৮৯ হাজার ১০০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯৯ শতাংশ অর্জিত হয়ে গেছে। কিছু জমিতে সরিষা ও আলু তোলার পরবর্তী সময়ে ধান রোপণ করা হবে। আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।
তিনি বলেন, এবছর বিদ্যুৎ খরচ ও সেচ খরচ বেড়েছে। যেকোনো বিষয়ে উৎপাদন খরচ বাড়লে সেটি শেষ পর্যন্ত কৃষক পর্যায়ে খরচ বেড়ে যায়। এ বিষয়ে সরকার ধানের যেন দাম নির্ধারণ করে সেটির সঙ্গে বর্তমান বাজার দরের সমন্বয় করে একটি দাম নির্ধারণ করবে। বাজারে ধানের দামও ভালো আছে। কৃষক ধান বিক্রি করে লাভবান হবেন বলে আশা এই কৃষি কর্মকর্তার।
এসএন