নেত্রকোনায় কুমড়া চাষে লাভবান সীমান্তের কৃষকরা
নেত্রকোনার সীমান্তসংলগ্ন কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নে কুমড়া চাষে লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা। ধান উৎপাদনের চেয়ে কুমড়াতে খরচ অনেক কম। ফলে লাভ প্রায় তিন গুণ। এতে কুমড়া চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার কৃষকরা।
সরেজমিনে দেখা গেছে, জেলা সীমান্তে ধানের পরিবর্তে কুমড়া চাষ করেছেন অনেকেই। ধান চাষের চেয়ে কুমড়া চাষে খরচ কম। তাই কৃষকদের কুমড়া চাষে আগ্রহ বেড়েছে। আর এ সবজি জাতীয় ফসল চাষে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। চলতি মৌসুমে কলমাকান্দা উপজেলায় ২০০ হেক্টর জমিতে কুমড়া চাষ করা হয়। এসব জমিতে মিষ্টি কুমড়া ও চাল কুমড়া চাষ করা হয়েছে।
রহিমপুর গ্রামের কৃষক জামাল উদ্দিন জানান, কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় তিনিও ৩০ শতক জমিতে কুমড়া চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামীতে দ্বিগুণ কুমড়া চাষ করবেন। প্রতি শতক কুমড়া চাষে খরচ হয়েছে ৩০০ টাকা। প্রতি শতক কুমড়া বিক্রি করেছেন ১ হাজার টাকায়। এতে খরচ মিটিয়ে ৭০০ টাকা করে লাভ হয়েছে। কুমড়া বিক্রি করার পর ওই জমিতে আউশ ধান চাষ করবেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষকরা তাদের জন্য কৃষি কাজে পানি সেচের জন্য ৫০ ফুটের একটি করে পাইপ ও মোটর ব্যবহার করছে। তাতে করে পানির কোনো সমস্যা হচ্ছে না। অপরদিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ বছর চাল কুমড়ার বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। আগামীতে কুমড়া চাষের ফলন আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলার রহিমপুর এলাকায় ব্যাপকহারে এসব কুমড়ার আবাদ হয়েছে। ধান চাষের উপর নির্ভরশীল কৃষি জমিতে এ বছর কুমড়া চাষ এনে দিয়েছে কৃষকদের নতুন গতি। এই উপজেলার উৎপাদিত কুমড়া জেলা শহর নেত্রকোনা সহ বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নেওয়া হয়।
উপজেলার সদর ইউনিয়নের রহিমপুর গ্রামের চাষি হানিফ জানান, তিনি এবছর মাত্র ৩০ শতক জমিতে চাল কুমড়ার চাষ করেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা। কুমড়া বিক্রি করে তার প্রায় ২০/২৫ হাজার টাকা লাভ হতে পারে। এর আগে একই জমিতে আলু চাষ করেও তার ভালো লাভ হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহেদী হাসান তরফদার জানান, উপজেলার বেশকিছু এলাকায় এবার চাল কুমড়ার বাম্পার ফলন হয়েছে। নিয়মিত কৃষি অফিস থেকে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতে এর ফলন আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। কৃষকদের উন্নত মানের বীজও দেওয়া হবে।
উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহমদ জনান, ধান চাষের চেয়ে কুমড়া চাষে খরচ কম। তাই কৃষকদের কুমড়া চাষে আগ্রহ বেড়েছে। কৃষি বিভাগ থেকে তাদের নিয়মিত বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এসএন