বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নব উদ্যোগের আলোয় আলোকিত করলেন ড. মেহেদী হাসান খান

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক মাস সাত দিনের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কী, কী কাজ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান? লিখেছেন রাজিবুল ইসলাম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান দায়িত্বের অতিরিক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার কার্যক্রমে সন্তুষ্ট শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

২৭ সেপ্টেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের মেয়াদ পূর্ণ হয়েছে। আর ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে অধ্যাপক ড. মেহেদীকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বগ্রহণকালে বলেছিলেন ‘স্বল্প সময়ের জন্য দায়িত্ব পেলেও আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে এগিয়ে নিতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাব।’

তিনি বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন। প্রতিষ্ঠিত সর্বশেষ ফ্যাকাল্টি। অন্য ফ্যাকাল্টিগুলোর তুলনায় কোনো অংশে পিছিয়ে নেই। বেশ কজন সেরা ফলাফলধারী স্নাতকোত্তর শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তিতে দেশের বাইরে। তার সাহায্য অনেক রয়েছে। শত প্রতিকূলতাও নতুন ফ্যাকাল্টিকে যত দ্রুত প্রতিষ্ঠিত করেছেন, তাতে প্রত্যেকটি ছাত্র, ছাত্রী তার প্রতি কৃতজ্ঞ।

অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান ‘আব্দুস সামাদ আজাদ হল’র প্রভোস্ট ছিলেন। তিনি সততা ও নিষ্ঠায় কাজ করেছেন।

তিনি ডিন কাউন্সিলের আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ে বায়ো-টেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগীয় চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত। সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি, রিসার্চ অ্যাডভাইজরি কমিটি, কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল, অ্যাকাডেমিক কাউন্সিল সদস্য।

তার ডিনের দায়িত্ব পালন ও বিভিন্ন ফ্যাকাল্টিতে ক্লাস নেয়ার দরুণ সহজেই শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে অবগত ও সমাধানে কাজ করেছেন।

গত এক মাস সাতদিনে তো অ্যাকাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রাস্তা ও গেটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের নামাজের জায়গা না থাকায় ব্যবস্থা গ্রহণ করেছেন। বায়ো-টেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের পুরোনো দুটি ভবনের প্রয়োজনীয় সংস্কার করছেন। অনুষদীয় এক নম্বর ভবনের গ্রিল এবং গেটের কাজ সম্পন্নও হয়েছে। যেসব ক্লাসের মাল্টি-মিডিয়ায় পড়ানোর প্রজেক্টর নষ্ট হয়েছে, দ্রুতই পরিবর্তন করেছেন। কর্মচারী পরিষদের অনেক দিনের দাবি, তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন, সম্পন্ন করেছেন। ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো আয়োজন করেছেন। সাজিয়েছেন ক্যাম্পাস। শিক্ষার্থীদের ইচ্ছানুযায়ী আয়োজন করা হয়েছে কনসার্ট, ইতিহাসের সর্বোচ্চ জনসমাগম হয়েছে। উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে তাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ‘এমওই’ করতে আগ্রহী করেছেন। ফলে বিভিন্ন দেশের সাথে সম্মিলিত গবেষণার সুযোগ তৈরি হবে। গত বছর বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। সেগুলো যন্ত্রপাতি চালানোর জন্য তিন ফেইজ লাইনের ব্যবস্থা ছিল না। বাজেট ইতিমধ্যে বরাদ্দ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো সংস্কারের জন্য কাজ শুরু করে দিয়েছেন। খেলাধুলা অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। উত্তরণের জন্য ইতিমধ্যে ক্রীড়া পরিচালকের সাথে আলোচনা করেছেন। এই মৌসুমেই বিভিন্ন রকম, বিষয়ভিত্তিক খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছেন। ডিন কাউন্সিলের কোন গাড়ি ছিল না। সমাধানে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। নষ্ট গাড়িগুলোও মেরামতের নির্দেশ দিয়েছেন। থেমে যাওয়া নতুন অডিটরিয়ামের নির্মাণকাজও শুরু করা হয়েছে। পুরাতন অডিটোরিয়ামের সংস্কার শুরু হয়েছে। দুই মাসের মধ্যে পুরাতন অডিটোরিয়াম এবং আগামী বছরের জুনের মধ্যে নতুন অডিটোরিয়ামের কাজও সম্পন্ন হবে বলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান জানিয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরির জন্য কাজ শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোও তাকে এজন্য নানাভাবে সহযোগিতা করছে।

এই কাজগুলোর মাধ্যমে তিনি একমাসে করে দেখিয়েছেন। তার সুপরিকল্পিত কাজের ফলে বিশ্ববিদ্যালয় সার্বিক ক্ষেত্রে আরো ঘুরে দাঁড়িয়েছে। গবেষণার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নতুন উদ্যম।

বায়ো-টেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রভাষক আহমেদ জামিল বলেন, ‌‘উপাচার্য হিসাবে অতিরিক্ত দায়িত্ব নেয়ায় পর স্যার সততা ও নিষ্ঠায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। তাতে সব কার্যক্রম আরো গতিময় হয়েছে।’ অনুষদের ছাত্র সুপন দত্ত বলেন, ‘স্যার অনেকগুলো দায়িত্ব একসাথে পালন করার চাপের মধ্যেও শিক্ষকতার দায়িত্ব ভুলে যাননি। বিশ্বাস করি, আমাদের সবার ঐকান্তিক চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিশ্বের সামনে আরও উজ্জল করতে সক্ষম হব।’

অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খানের মোট ৬১টি গবেষণাপত্র ও ৩টি বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে মোট ২১টি গবেষণাপত্র উপস্থপন করেছেন। এ পর্যন্ত ১৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধায়ক ও ১০ জন শিক্ষার্থীর স্নাতকোত্তর গবেষণায় সহ-তত্ত্বাবধায়ক।

ওএফএস।

 

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪