বঙ্গবন্ধুর সমাধিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন চিরদিনের মতো বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আবু নঈম শেখ।
আজ ১৮ অক্টোবর, মঙ্গলবার দুপুর ২টায় বঙ্গবন্ধুর গ্রামের বাড়িতে পৌঁছে সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর অধ্যাপক ড. এম. আবু নঈম শেখ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেছেন।
তিনি শোক বইতে স্বাক্ষর করে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মিউজিয়াম ও গ্রন্থাগার পরিদর্শন করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. এম. আবু নঈম শেখের সঙ্গে ডুয়েটের অধ্যাপক ড. কাউছার জামিল, অধ্যাপক ড. জামাল আহমেদ,কুয়েটের অধ্যাপক ড. আবদুস সোবহান, তার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি. এম. শহিদুল আলম, অর্থ শাখার পরিচালক হেমায়েত মিয়া প্রমুখ শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়ায় অংশগ্রহণ করেছেন।
২০২০ সালের ১৮ নভেম্বর সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ পাস হয়েছে।
২০২২ সালের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ লাভ করেছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)'র গণিতের প্রধান অধ্যাপক ড. এম. আবু নঈম শেখ। তিনি এর বাদেও বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিষ্ঠায়।
উপাচার্য হিসেবে যোগদান করে ড. এম. আবু নঈম শেখ সুনামগঞ্জের ছয়জন এমপির সদয় সম্মতিতে হাওড় এলাকার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছেন।
লেখা ও ছবি : এস.এম. আল- ফাহাদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ওএফএস।