দেশে এখনই দুর্ভিক্ষের আশঙ্কা নেই: কৃষিমন্ত্রী
সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুত থাকায় দেশে এখনই দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘সাধারণত বছরের এই সময় দুর্ভিক্ষ দেখা দেয়। কিন্তু, আমরা তা কাটিয়ে উঠেছি। দুই মাস পর আমন ধান কাটা শুরু হবে। আমাদের কাছে ১৫ লাখ টন চাল মজুত রয়েছে, যা এই সময়ের জন্য যথেষ্ট।’
আজ কৃষি খাতে অবদানের জন্য ৪৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০১৮ ও ২০১৯ দেওয়া হয়েছে।
স্বর্ণপদক জিতেছেন বগুড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ও পাবনার কৃষক আমিরুল ইসলাম।
প্রচার ও প্রকাশনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও কৃষকদের উৎসাহিত করার জন্য ডা. মো. রায়হানকে এ পুরস্কার দেওয়া হয়।
শফিকুলকে কৃষির জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন এবং আমিরুলকে বাণিজ্যিকভাবে গবাদি পশু ও মুরগি পালনে সাফল্যের জন্য পুরস্কার দেওয়া হয়।
এমএমএ/