বঙ্গবন্ধুকে ভালোবাসলেন যারা
লেখা ও ছবি : জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, সিকৃবি।
(সিকৃবি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করেছেন তারা যথাযোগ্য মর্যাদায় ।
১৯৭৫ সালের ১৫ আগষ্টের স্মৃতিতে সূর্যোদয়ের সঙ্গে, সঙ্গে প্রশাসনসহ সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
জাতীয় শোক দিবসে বিশ্ববিদ্যালয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও মিলাদ হয়েছে।
পূজা উদযাপন পরিষদ আয়োজন করেছে বিশেষ প্রার্থনানুষ্ঠান।
সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনে শোক র্যালি শুরু হয়েছে ও পুরো ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ঘুরেছে।
র্যালিতে নেতৃত্ব দিয়েছেন ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশের অন্যতম কৃষি শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সবাই কালো ব্যাজ পরেছেন।
তিনি প্রশাসন ভবনের সামনে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
শ্রদ্ধা নিবেদন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
শ্রদ্ধা জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টর কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ল্যাপ্স, অনুষদগুলোর ছাত্র সমিতি, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ওয়ান বাংলাদেশ, পলেমিক ক্লাব, খুলনা বিভাগীয় সমিতি।
বিকাল ৪টায় হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা-‘হৃদয়ে বঙ্গবন্ধু’।
উপস্থাপনা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. মাহবুবুল আলম।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
এরপর বঙ্গবন্ধুর ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ হয়েছে।
সন্ধ্যা ৭টায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও নিহত সব শহিদের স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে ‘প্রদীপ প্রজ্জ্বলন’ করা হয়েছে।
প্রচ্ছদ ছবি : শাহজাহান আহমেদ বিকাশ।
ওএফএস।