বন্যায় ক্ষতিগ্রস্থ ৭শ কৃষক পরিবারকে কৃষি সামগ্রী বিতরণ
লেখা ও ছবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), সিলেট জেলা শাখা বন্যায় ক্ষতিগ্রস্থ ৭ পরিবারকে কৃষি সামগ্রী দান করেছে।
বিতরণকৃত কৃষি সামগ্রীর তালিকায় ছিল-ধানের বীজ, মাছের পোনা, মুরগির বাচ্চা ও মুরগির খাবার।
২৫০টি গবাদিপশুকে তারা বিনামূল্যে টিকা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার, সকাল ১১টায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে অনুষ্ঠানের মাধ্যমে কৃষি সামগ্রীগুলো বিতরণ করেছেন তারা।
বিতরণ ও গবাদিপশুর টিকাদান অনুষ্ঠানের আলোচনা সভায় কেআইবি, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সালাহ উদ্দীন আহমদ উপস্থাপনা করেছেন।
সভাপতিত্ব করেছেন কেআইবি, সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম।
অতিথি ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউট ঢাকা মেট্রোপলিটন শাখার সাধারণ সম্পাদক ড. মো. তাসদিকুর রহমান সনেট, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও কেআইবি, ঢাকা মেট্রোপলিটন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এ. এফ. এম. মাহবুবুল হাসান মাহবুব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।
ছিলেন কেআইবি সিলেটের সহ-সভাপতি ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রুস্তম আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি), সিলেট অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম. আই. নজরুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের সাবেক যুগ্ম পরিচালক মো. আবু নাসের, কোম্পানীগঞ্জের উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান।
ছিলেন ৬ নং দক্ষিণ রণিখাই ইউপির চেয়ারম্যান ইকবাল হুসেন ইমাদ, সিলেট সদরের উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীর, কোম্পানীগঞ্জ উপজেলার ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)’র অতিরিক্ত পরিচালক দেবাশীষ সাহা, বিশ্ববিদ্যালয়ের ফার্মিং বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ছায়াদ মিয়া, দুই উপ-রেজিস্ট্রার ডা. সন্তোষ রঞ্জন পাল ও ডা. ফখর উদ্দিন, অর্থ বিভাগের উপ-পরিচালক সুমিত সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. ঋত্বিক দেব অপু ছিলেন।
ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. এমাদুল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রূপক চন্দ্র দাস, সদস্য সুবোধ রঞ্জন দাশ ও মো. কুতুব উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি উত্তম কুমার দাশ।
বিপুল সাধারণ ও ক্ষতিগ্রস্থ মানুষের সামনে কেআইবি, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদ বলেছেন, ‘সম্প্রতি সিলেট অঞ্চলে বন্যায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়াতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটিসহ আমাদের আর্থিক সহযোগিতায় আপনাদের মধ্যে এই কৃষি সামগ্রীগুলো বিতরণ করা হলো।’
ওএফএস।