মাছের দেশের ভালোবাসা
লেখা ও ছবি : প্রতিনিধি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই সারা দেশের মতো প্রতিপাদ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’।
এজন্য বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন তারা পুরো বিশ্ববিদ্যালয়ে। এরপর আলোচনা হয়েছে। আরো অয়োজন ছিল।
প্রথমে শোভাযাত্রায় অংশ নিয়েছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মাহবুব ইকবাল, অনুষদের ৬টি বিভাগের ৬ জন চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের অধ্যাপকরা, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, মাৎস্য অনুষদের ছাত্র, ছাত্রীরা, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সব বিভাগের ছাত্র, ছাত্রীরা।
মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে হল, ভবন ও সড়কগুলো ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়েছে।
প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের পাশের পুকুরে সিলেট, দেশীয় ও আবিষ্কার করা মাছগুলো পোনা ছেড়েছেন উপাচার্য ও প্রখ্যাত কৃষি বিজ্ঞানী অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড জানিয়েছেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহে আমাদের মাৎস্যবিজ্ঞান অনুষদ শিক্ষা এবং গবেষণার মাধ্যমে দেশের মৎস্যখাতকে অনন্য উচ্চতায় নিয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।’
অনুষদের প্রধান তার ছাত্র, ছাত্রী সাংবাদিকদের এরপর বলেছেন, ‘ইতিমধ্যে গবেষণায় অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন আমার অনুষদের গবেষকরা।’
ওএস।