শিক্ষা সহায়তা অনুষ্ঠান হলো
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এই দুটি বিদ্যালয় হলো-পনাইরচক উচ্চ বিদ্যালয় ও কালীকৃষ্ণপুর এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়।
তারা স্মরণকালের ভয়াবহ বন্যায় শরীফগঞ্জ ইউনিয়নের দুইটি ক্ষতিগ্রস্থ বিদ্যালয়।
শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানের পর আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পনাইরচক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম. মুজিবুর রহমান ও কালীকৃষ্ণপুর এস.ই. এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম. এ. কুদ্দুস সভাপতিত্ব করেছেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, এস. এম. শাইস্তা, আব্দুল ওয়াহিদ, এম. এ. কাইয়ুম, ছাত্র নেতা ছাইদুল ইসলাম মাহের, রাফি আহমদ, প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, সহকারী শিক্ষক আব্দুল আলীম প্রমুখ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, ‘এখন আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী প্রযুক্তিনির্ভর অর্জিত জ্ঞানে উন্নত মানুষ হওয়া সময়ের দাবী। তাহলে সম্ভব সমৃদ্ধ সমাজ ও দেশ।’
তিনি আরো বলেছেন, ‘এই নতুন প্রজন্ম হচ্ছে আমাদের বড় শক্তি। এ প্রজন্মই নতুন, নতুন চিন্তা-ভাবনা নিয়ে দেশের ভালো কার্যক্রমে যখন নিজেদের নিয়োজিত করবে, বাংলাদেশ তখন উন্নত বিশ্বের কাতারে চলে যাবে।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখিয়ে উন্নত মানুষে পরিণত করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
ওএস।