কাল শেষ হবে সিএউএফএসের আলোকচিত্র প্রদর্শনী
লেখা ও ছবি : রাজিবুল ইসলাম, প্রতিনিধি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
আজ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ‘সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি-সিএউএফএস’র দুই দিনের বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু করেছে।
সিইউএফএসের এই আয়োজনটি চতুর্থ, আরো জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও অন্যতম আলোকচিত্রী এবং সোসাইটির কর্মী রাজিবুল ইসলাম। তাদের এই প্রতিযোগিতার নাম হলো ‘সেট-আউট সেশন ফোর’।
তিনি বলেছেন, ‘কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সম্মেলন কক্ষে এই আয়োজনের শুরু হয়েছে’।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার উদ্বোধন করেছেন তার ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের তোলা ছবির প্রদর্শনী।
আরো আছেন অতিথিদের মধ্যে, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর ড. তরিকুল ইসলাম, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ডিনস কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন প্রমুখ।
সেরা ছবিগুলোকে পুরস্কার দেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
জুরি বোর্ডে আছেন আলোকচিত্রী রাফায়েত হক খান।
সবার জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি-সিএউএফএসের ছবিগুলো দেখার সুযোগ আছে বলে জানিয়েছেন তারা।
ওএস।