নওগাঁয় ৬১ হাজার ৯২০ হক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
নওগাঁ জেলায় চলতি খরিপ-১/২০২২-২৩ মৌসুমে মোট ৬১ হাজার ৯২০ হেক্টর জমিতে রোপা আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মাঠে মাঠে কৃষকরা তাদের জমিতে আউশ ধানের চারা রোপণ করছেন।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মঞ্জুর এ মওলা ঢাকাপ্রকাশকে জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে উন্নত ফলনশীল উফশী জাতের ৬১ হাজার ৪৫০ হেক্টর এবং হাইব্রিড জাতের ধান চাণ হবে ৪৭০ হেক্টর জমিতে। কৃষি বিভাগের ধারণা চলতি মৌসুমে ধার্য করা লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
সূত্র মতে, উফশী জাতের আউশ ধানের উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে ব্রি-ধান ৪৮ জাতের। এ ছাড়াও জেলায় ব্রিধান-২৮, ব্রিধান-৫৬, পারিজা ও জিরা জাতের ধান চাষ করছে কৃষকরা। অপরদিক হাইব্রিড জাতের মধ্য টিয়া, ধানী গোল্ড, এস গোল্ড, হিরা ও সিনজেটাজ জাতের ধান চাষ করছেন।
জেলায় উপজেলা ভিত্তিক রোপা আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে - নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৩ হাজার ৮৮০ হেক্টর ও হাইব্রিড জাতের ১৪৫ হেক্টরসহ মোট ৪ হাজার ২৫ হেক্টর, রানীনগর উপজেলায় কেবল উফশী জাতের ১ হাজার ২৯০ হেক্টর, আত্রাই উপজেলায় উফশী ১ হাজার ৭৩০ হেক্টর ও হাইব্রিড জাতের ২০০ হেক্টরসহ মোট ১ হাজার ৯৩০ হেক্টর, বদলগাছিতে কেবল উফশী জাতের ১ হাজার ৪৯৫ হেক্টর, মহাদেবপুরে কেবল উফশী জাতের ১৪ হাজার ১৫ হেক্টর, পত্নীতলায় কেবল উফশী জাতের ৬৯৪০ হেক্টর, ধামইরহাটে কেবল উফশী জাতের ২ হাজার ৪৩৫ হেক্টর, সাপাহারে উফশী জাতের ৮৫০ হেক্টর, পোরশা উপজেলায় কেবল উফশী জাতের ১ হাজার ১৫ হেক্টর, নিয়ামতপুরে উফশী জাতের ১০ হাজার ২৮৫ হেক্টর এবং মান্দা উপজেলায় উফশী জাতের ১৭ হাজার ৫১৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১২৫ হেক্টরসহ মোট ১৭ হাজার ৬৪০ হেক্টর।
কৃষিবিভাগ জানায়, এসব জমি থেকে রোপা আমন মৌসুমে ১ লাখ ৯০ হাজার ৯৭৭৬ মেট্রিক টন চাল উৎপাদিত হবে প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্যে উফশী জাতের চালের পরিমাণের আশা ১ লাখ ৮৯ হাজার ২৬৬ মেট্রিক টন এবং হাইব্রিড জাতের চাল ১ হাজার ৭১১ মেট্রিক টন।
এসএন