গাছ লাগালো ‘বনায়ন ও পরিবেশ বিজ্ঞান’
লেখা ও ছবি : রাজীবুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
পরিবেশের অন্যতম ধারক, বাহক, উন্নয়নকারী কৃষি শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশের অন্যতম সেরা কৃষি বিশ্ববিদ্যালয় ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়’ এবারের বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন ধুমধামের সঙ্গে পালন করেছেন বলে লিখেছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজীবুল ইসলাম।
তিনি ঢাকাপ্রকাশ ২৪.কমে জানিয়েছেন, “বিশ্ব পরিবেশ দিবসের সুবর্ণজয়ন্তীর প্রতিপাদ্য ‘প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ আর শ্লোগান হলো, ‘একটিই পৃথিবী’।”
‘এই দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নতুন ও আকর্ষণীয় বিভাগ বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বৃক্ষরোপন করেছে। তাতে প্রধান ভূমিকা পালন করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার।’
‘ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।’
বিশ্ব পরিবেশ দিবস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের র্যালিতে অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, ডিন কাউন্সিল আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, ‘বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরাফ উদ্দীন, সদস্য সচিব ড. অসীম শিকদার, প্রক্টরিয়াল বডির সদস্যরা, অনুষদীয় ডিন, অধ্যাপক, ছাত্র, ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই।
ওএস।