শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বাংলার বাঘের মৃত্যুদিন পালন করলো তার কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের কাছে সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি ‘শেরে বাংলা’। পুরো নাম একে ফজলুল হক। অনেকে তাকে আদর করে ‘হক সাহেব’ নামে ডাকেন। এই অঞ্চলের রাজনীতির এক অবিস্মরণীয় চরিত্র। ১৯৩৫ সালে হয়েছিলেন অভিভক্ত ভারত ও পাকিস্তানের কলকাতা শহরের মেয়র, এরপর বাংলার মুখ্যমন্ত্রী টানা ছয়টি বছর-১৯৩৭ থেকে ১৯৪৩ সাল। দেশভাগের চার বছরের মধ্যে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হলেন বাংলার মধ্যবিত্তের প্রধান নেতা, কৃষক দরদী ১৯৫৪ সালে। তারপর পাকিস্তান দেশের স্বরাষ্টমন্ত্রী পরের বছর। পরের দুটি বছর পূব পাকিস্তানের গভর্নরের পদে বসলেন শেরে বাংলা। ভারতবর্ষের রাজনীতিতে বাঙালির নেতা শেরে বাংলাকে নিয়ে লিখেছেন তার নামে প্রতিষ্ঠিত ঢাকার কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি রবিউল ইসলাম রাকিব

বরিশালের বাকেরগঞ্জের মানুষ। গ্রামের বাড়ি চাখারে। সবাই জানেন। মা-বাবার একমাত্র সন্তান একে ফজলুল হক বাঙালির স্বাধীকার ও স্বাধীনতার আন্দোলনে, নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে একটি গল্পের নায়ক। তিনি কিন্তু অসাধারণ মেধাবী ছাত্র। রসায়ন, গণিত ও পদাথে অনার্সসহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতের এমএ। আশুতোষ মুখার্জির জুনিয়র হিসেবে আইন পেশায় শুরু। বরিশালের অশ্বিনী কুমার দত্ত ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্নেহধন্য। আইনজীবি, কলেজের মাস্টার, সরকারের এই ডেপুটি ম্যাজিস্ট্রেট ১৯০৬ সালের মুসলিম লিগের অন্যতম প্রতিষ্ঠাতা। সমবায়ের সহকারী রেজিস্ট্রার। তারপর সরকারকে ছেড়ে চলে গেলেন জনসেবা ও আইন পেশায়। পেশাজীবি হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পরামর্শে।

রাজনীতি শুরু করলেন বাংলার এই মহান পুরুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঢাকার নবাব সলিমুল্লাহ এবং টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রতিষ্ঠাতা নওয়াব আলী চৌধুরীর হাতে। ১৯১৩ সালে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি, এরপর সর্বভারতীয় মুসলিম লীগের যুগ্ম সভাপতি, সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি। মুসলিম লীগ ও কংগ্রেসের সমঝোতা সম্পাদন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের যুগ্ম সভাপতি, সাধারণ সম্পাদক, খিলাফত আন্দোলনের নেতা, ফজলুল হক-কাজী নজরুল ইসলাম-কমরেড মুজাফফর আহমদের ‘নবযুগ’র অন্যতম প্রতিষ্ঠাতা, পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী, মুসলিম এডুকেশনাল ফান্ডের জনক, মুসলিম বাংলা শিক্ষা পরিদপ্তর প্রতিষ্ঠাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অত্যন্ত মেধাবী ছাত্র তার বিশ্ববিদ্যালয়ে মুসলমান আসন সংরক্ষণ শুরু করেছেন।

মাদ্রাসা শিক্ষায় তিনি পূর্ব পাকিস্তানে নতুন অবকাঠামো ও পরিকল্পনার প্রচলক। কৃষক সমিতি, বেঙ্গল প্রজা পাটি, নিখিলবঙ্গ প্রজা সমিতি, কৃষক প্রজা পাটির প্রতিষ্ঠাতা প্রধান। ১৯৩৭ সালের পূর্বপাকিস্তান কোয়ালিশন সরকারে গেলেন ও মুখ্যমন্ত্রী হলেন। এরপর শ্যামাপ্রসাদ মুখার্জি-শেরে বাংলা একে ফজলুল হক মন্ত্রীসভার জনক। গরীব কৃষকদের তিনি মহাজনের সুদ থেকে বাঁচিয়েছেন। ঋণ সালিশি বোর্ড তার কীর্তি। নদী শিকস্তিদের জন্য তার অবদান আছে। মুসলমানদের জন্য ৫০ ভাগ চাকরি কোটা চালু করেছেন। ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা, লেডি বেব্রোর্নের জনক, ওয়াজিদ মেমোরিয়াল গালর্স হাই স্কুল ও চাখার কলেজ তার গড়া।

মুসলিম লীগকে পূর্ব পাকিস্তান থেকে হটানোর শুরুটি এই শেরে বাংলার। এই বিরোধিতায় তিনি পূর্ব পাকিস্তানের মূল রাজনীতি থেকে সরে যেতে থাকেন। দেশভাগের পর তিনি চলে আসেন ঢাকায়। ছিলেন ১৯৪৭ থেকে ১৯৫২ পর্যন্ত পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল। বাংলা ভাষার আন্দোলনকে তিনি সমর্থন করেছেন ও অংশ নিয়েছেন। হক-ভাসানী-সোহরোয়ার্দী যুক্তফ্রন্টের তিনি প্রধান। এরপর মুখ্যমন্ত্রী। পূব পাকিস্তানের গভর্নর। তিনি বাংলা ও বাঙালির এবং বাংলাদেশের মানুষের প্রধানতম নেতা হিসেবে আজীবন কাজ করেছেন।

তার নামে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার ‘শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়’। ২৭ এপ্রিল বাংলার বাঘের ৬০তম মৃত্যুদিবস। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তার বিশ্ববিদ্যালয়টি স্মরণ করেছে। সকাল ১০টায় প্রশাসন ভবনে তার স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। আলোচনা সভায় আরো ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. অলোককুমার পাল, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, ছাত্রপরামর্শ ও নির্দেশনাদান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, আইসিসি পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, হলগুলোর প্রভোস্ট ও শিক্ষকরা। দিনের আরো আয়োজনে ছিলেন ছিলেন ছাত্র,ছাত্রীরা।

ওএস।

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো