ক্যাফেটোরিয়ায় ইফতারি করতে পারলো ছিন্নমূল শিশুরা
লেখা ও ছবি : ইফতেখার আহমেদ ফাগুন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার একটি পক্ষ যখন টিএসসিতে ইফতার বিলি করেছেন, তখন জায়গা না পেয়ে সামান্য দূরে বিলি করেছেন আরেক পক্ষ।
এই পক্ষের নেতা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার নেতা আরমান হোসেন। একই দিন একই সময়ে তারা দুই পক্ষ কোনো মারামারি বা গোলমাল না করে ইফতারি দিয়েছেন ঢাকা থেকে পাঠানো ছাত্রলীগের প্রধান দুটি পদের নেতার উপহার।
আরমান তার গ্রুপ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের পাঠানো উপহার দিয়েছেন তেমনভাবে একশর বেশি গরিব পরিবার, নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে। তার ইফতারও বিলি হয়েছে বিকাল পাঁচটায়।
তিনি বেছে নিয়েছেন বৈশাখী চত্বর। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই নেতা ও তার অনুগামীদের কাছ থেকে ইফতার পেয়ে খুব খুশি গরীব মানুষরা। আর আরমান হোসেন গর্ব ভরে বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদশ আমাদের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতেও শেখায়। আমরা সবাই জানি, আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নতির দিকে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের পক্ষ থেকে ইফতার বিলি করার আয়োজন করেছি ক্যাম্পাসে। আমরা সবাই সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফুটিয়ে খুব খুশি।’
এরপর বিশ্ববিদ্যালয়ের এই নেতা ও তার কর্মীরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাফেটোয়িায় সুবিধাবঞ্চিত পরিবারের শিশু, কিশোরদের সঙ্গে ইফতারি করে অনন্য নজির স্থাপন করেছেন।
ওএস।