সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই মৎস্যখাত’ আন্তর্জাতিক সম্মেলন হবে
লেখা ও ছবি : রাজিবুল ইসলাম, প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘টেকসই মৎস্যখাত’ শিরোনামের আন্তর্জাতিক সম্মেলন হবে। ৯ থেকে ১১ সেপ্টেম্বর তিনদিনের গবেষণা সম্মেলনটির আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ।
দ্বিতীয় আন্তর্জাতিক মিলনমেলার উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। তিনি এ উপলক্ষে ওয়েবসাইট ও নিজ, নিজ গবেষণার সারাংশ জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেছেন গতকাল ১১ এপ্রিল।
এর বাদেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মাৎস্যবিজ্ঞান অনুষদ সম্মেলনে এই সেমিনার নিয়ে আলোচনা ও অবহিতকরণ সভা হয়েছে। তাতে উপাচার্য স্যার অংশ নিয়েছেন।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও টেকসই মৎস্যখাত আন্তর্জাতিক সম্মেলনের আহবায়ক কমিটির সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু সভাপতিত্ব করেছেন। উপস্থাপনা করেছেন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. এম. এম. মাহবুব আলম। আরো ছিলেন প্রক্টর অধ্যাপক ড. তরিকুল ইসলাম, ডিন কাউন্সিল আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, সবগুলো অনুষদের ডিন, প্রক্টরিয়াল বডির সদস্যরা ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সব অধ্যাপক।
অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ অত্যন্ত প্রশংসনীয় ‘দ্বিতীয় টেকসই মৎস্যখাত’ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এর আগের সম্মেলনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাছ ও মাছ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, নামকরা অধ্যাপক, গবেষক ও আন্তর্জাতিক এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিবিড়, দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে।”
ভিসি স্যার আরো বলেছেন, ‘এই সহযোগিতা সম্পর্কগুলোর মাধ্যমে আমাদের ও তাদের সবার উন্নত গবেষণা এবং গবেষণা অগ্রগতি তৈরি হচ্ছে। এবারের সম্মেলনও আমাদের শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকরণে মুখ্য ভূমিকা পালন করবে।’
‘মৎস্যখাতকে টেকসই ও উন্নত করতে এই সম্মেলন গবেষণালব্ধ নানা জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।’
এর আগের আন্তর্জাতিক সম্মেলনটি হয়েছে ২০১৯ সালে। তাতে মোট ১৪টি দেশের গবেষক, অধ্যাপক এবং নামকরা পেশাজীবিরা অংশ নিয়েছেন।
ওএস।