নবীনদের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্রকর্মীদের বিশেষ প্রদর্শনী

লেখা ও ছবি : ইফতেখার আহমেদ ফাগুন
বাংলাদেশের অন্যতম প্রধান কৃষিনির্ভর উচ্চতম বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নামকরা ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ আজ ৩১ মার্চ, বিকেল তিনটায় ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর সময়ে নতুন ছাত্র, ছাত্রীদের জন্য চলচ্চিত্র প্রদশনীর আয়োজন করেছে।
তাদের এই প্রদর্শনীকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বরণ্যে শিশু চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও নামী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ফলে খুব খুশি হয়েছেন সবাই। মোরশেদুল ইসলামের মতো বরেণ্য মানুষকে পাশে পেয়ে তারা খুব খুশি হয়েছেন। জ্যোতিকা জ্যোতিও খুব দারুণ-বলেছেন তারা। তাতে অন্যরকমের আনন্দে প্রদর্শনীটি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, বায়োমেডিক্যাল অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন তারা।
হুমায়ূন আহমেদের ‘অনীল বাগচির একদিন’ গল্প থেকে মোরশেদুল ইসলামের এই নামের উপন্যাসটি দেখানো হয়েছে।
এর আগে ছবি দেখা, দেখানো ও চলচ্চিত্র সংসদের কাজ নিয়ে আলোচনায় বলেছেন উপদেষ্টা ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু, সিলেট চলচ্চিত্র সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুমন, ছাত্রলীগের তাদের ক্যাম্পাস শাখার সভাপতি আশিকুর রহমান, তার মতোই চলচ্চিত্রপ্রেমী এ. কে. এম. কামরুজ্জামান পিন্টু, সাব্বির মোল্লা।
আলোচনা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও সাংবাদিক সমিতির দীর্ঘকালের প্রাণপুরুষ সাবেক সভাপতি চলচ্চিত্র নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুন ও বর্তমান সভাপতি সব্যসাচী নিলয়।
অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু বলেছেন, ‘স্বাধীনতার মাস উপলক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ের নবীনদের স্বাগত জানিয়ে চলচ্চিত্র প্রদর্শনীর এই আয়োজন নতুন প্রজন্মটিকে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ ও লালনে উৎসাহিত করবে।’
ওএস।
